LOVE STORYsteemCreated with Sketch.

in #rayhan7 years ago

images.jpg
সকালে ঘুম থেকে উঠেই মোবাইলের স্ক্রিন এর দিকে তাকিয়ে দেখলাম,তাহমিনার নাম্বার থেকে ৪৯টা মিসডকল,,,,,
মেয়েটা মনে হয় এখন আমার উপরে অনেক রাগ হয়ে আছে,,,ফোন অফ করে রেখেছিলাম যে......!!
কি'ই বা করবো!! গতকাল যে মেয়েটার জন্মদিন ছিলো......আর ওর জন্মদিনে কিছু দেওয়ার সামর্থ্য যে আমার নেই.....
মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি, আর মধ্যবিত্তদের যে কিভাবে চলতে হয়,তা তারা খুব ভালো ভাবেই জানে....
তাদেরকে কলেজে যাওয়ার জন্য প্রতিদিন রিক্সা ভাড়ার উদ্দেশ্যে যে বিশ টাকা দেওয়া হয়,তারা তা দিয়ে রিক্সায় যায় না....এই ভেবে,"এই টাকা ফোনে রিচার্জ করে ভালোবাসার মানুষটির সাথে কথা বলতে হবে....!!অতঃপর সব যায়গায় হেটে হেটে'ই পাড়ি জমায়......
আর আমি!!!
আমি টাকা রাখি,"ভালোবাসার মানুষটির সাথে কথা বলার জন্য না...."সিগারেট" খাওয়ার জন্য.....
.
প্রতিদিন একটা না একটা সিগারেট খাবো'ই.....
কি আর করবো!! কোটি টাকার টেনশন বার টাকার "সিগারেট" দিয়ে ভুলার চেষ্টা করি.....
এমন সময় তাহমিনা আবার ফোন দিলো....কিন্তু ধরলাম না....
কি করবো বলেন!!মেয়েটার জন্মদিনে যে কিছুই দিতে পারিনি.....
দুই-তিন বার ফোন বাজার পর এই বার আমি ফোন ধরলাম.....
ধরার সাথে সাথেই মনে হলো কেউ আমার মাথার উপরে সজোরে একটা বারি দিলো....
হ্যা,তাহমিনা'ই দিয়েছে....
--ওই কুত্তা কালকে সারাদিন ফোন অফ ছিলো কেন!!
(তাহমিনা)
--না মানে,ফোনে চার্জ ছিলো না....(আমি)
--চার্জ ছিলো না,,,নাকি টাকা ছিলো না....
(মেয়েটা যে কিভাবে আমার সব মনের কথা বুঝে ফেলে এখনো জানি না......)
--হ্যা,ছিলো না.....তো??
(আমি)
--তো আমাকে বলিসনি কেন.....!!
(তাহমিনা)
--বললাম না,ফোনে টাকা ছিলো না....কিভাবে কথা বলবো....!!(আমি)
--কেন!দেখা করা যেতো না....!! দেখা করিসনি কেন!!(তাহমিনা)
--এমনি....(আমি)
--এমনি কেন!!(তাহমিনা)
--এমনি মানে এমনি....(আমি)
--বুঝলাম!!এইবার বল,আমার গিফট কই??
(তাহমিনা)
--কিসের গিফট??
(আমি)(জানি কিসের গিফট, তবুও না জানার ভান করলাম.......)
--কিসের গিফট মানে....!!কাল যে আমার জন্মদিন ছিলো,জানিস না!!
(তাহমিনা)
--ওহ্,সরি ভুলেই গেছিলাম....."বাসি জন্মদিন এর শুভেচ্ছা"(আমি)
--কুত্তা, মজা করা বাদ দে....এখন বল আমার গিফট কোথায়??
--এভাবে কথা বলছিস কেন!!
--তো কিভাবে বলবো!! আগে বল আমার গিফট কোথায়??
--গিফট!!
--হ্যা....
--আসলে.....
--হইছে,আমি সব বুঝতে পারছি.......
--কি বুঝছিস??
--এই যে গিফট কেনার মতো তোর কাছে টাকা ছিলো না.....
--আসলে তাহমিনা,তুই তো আমাদের ফ্যামিলির পরিস্থিতি সম্পর্কে সব'ই জানিস......মধ্যবিত্ত­ পরিবারের সন্তান আমি....দুবেলা খেয়ে বাঁচি.....
--হ্যা,জানি তো??
--না মানে....
--হইছে আর মানে মানে করতে হবে না.......তুই কোথায় এখন??
--বাসায়.....কেন??
--আজ বিকাল ৪টায় পৌরপার্ক এ আসতে পারবি??
--কেন!!
--কেন আবার আমাকে আমার জন্মদিন এর গিফট দিবি না....!!
--তোকে তো বললাম'ই আমার কাছে টাকা নেই.....
--আমি এতো কিছু শুনতে চাই না....আমার গিফট চাই তাই চাই...আর কোথা থেকে দিবি আমি জানি না.......
--দেখ্,বুঝতে চেষ্টা কর প্লিজ....
--আমি কিছুই জানি না....তুই যদি আমার গিফট না নিয়ে আসিস,তাহলে আজ আমাদের ব্রেকআপ হয়ে যাবে..বলে রাখলাম.......!!
এই বলেই,তাহমিনা আমার কথা না শুনেই ফোনটা কেটে দিলো......
মেয়েটা কি কিছুই বোঝে না....!!
.
বন্ধুকে ফোন দিলাম....
--হ্যালো,দোস্ত তোর কাছে কিছু টাকা হবে??
(আমি)
--কেন!!
(বন্ধু)
--না মানে কালকে তাহমিনার জন্মদিন ছিলো....আর ওকে কিছুই দিতে পারিনি....আজ ও ফোন করে বলছে,"গিফট না দিলে ব্রেকআপ করে দেবে......."
--আচ্ছা,আমি তোর বাসার সামনে আসতেছি.....
এই বলেই বন্ধু ফোন কেটে দিলো.....
.
এখন চিন্তা করতে লাগলাম,কি করা যায়....গিফট না দিলে যে আমাদের ব্রেকআপ হয়ে যাবে.....
অনেক ভালোবাসি যে ওকে.....
ব্রেকআপ তো আমি চাই না....!!
শুধু ওর মনে একটু জায়গা চাই.....
.
এমন সময় বন্ধুর ডাক.....
দরজা খুলেই দেখলাম,বন্ধু দাড়িয়ে আছে......
--বন্ধু এই নে ৫০০টাকা।এর থেকে বেশি নেই রে বন্ধু.....অনেক কষ্ট করে আব্বুর কাছ থেকে মিথ্যা বলে আনছি......
--আচ্ছা, দে....।ধন্যবাদ বন্ধু,তোর উপকার আমি কোনদিনও ভুলতে পারবো না....
--আরে!!বন্ধু'ই তো বন্ধুর জন্য তাই না..!!
--হুম....
--আচ্ছা বন্ধু,বাসায় অনেক কাজ আছে....আমি এখন আসি....!!
--কেন!বসবি না!!
--নারে বন্ধু অন্য আরেকদিন আসবো..... আর তখন অনেক গল্পও করবো....
--আচ্ছা,বন্ধু.......
.
বন্ধু চলে গেলো...... কিন্তু আমার টেনশন গেলো না.....বরং টেনশন আরও বাড়তেই লাগলো... এই ভেবে,"৫০০ টাকায় কি হবে.....!!" একটা ভালো কমদামীর মধ্যে সাড়ি গিফট করতে হলেও যে নিম্নে ২০০০টাকা লাগে.......
.
হঠাৎ আমার নজর গেলো, আমার মাটির ব্যাংকটার দিকে....ভেবেছিলাম কিছু টাকা জমিয়ে একটা নতুন মোবাইল কিনবো.....কতোদিন এই রংচটা বাটনওয়ালা ফোন ব্যবহার করবো....!!
আপনারা হয়তো ভাবছেন,"এই যুগেও মাটির ব্যাংক!!!"
হ্যা,মধ্যবিত্ত শ্রেণির শেষ সম্বল ওই মাটির ব্যাংক....তেমনি এটাও আমার শেষ সম্বল ছিলো.....
কিন্তু মনে হচ্ছে ব্যাংকটা ভাংতেই হবে....!
যেই ভাবা সেই কাজ.....
.
এখন আমার জমানো সম্পত্তি ফ্লোর এ ছড়িয়ে-ছিটিয়ে আছে.....
এক এক করে গুনে দেখলাম,মাত্র ২৫০ টাকা হইছে......মানে মোট ৭৫০টাকা হলো......
কিন্তু এতে তো হবেই না....!!এদিকে ৪টা তো প্রায় চলেই আসলো.....!
এখন কি করবো......!!
শেষমেশ সিদ্ধান্ত নিলাম,মেয়েটাকে কিছুই দেবো না....!যে মেয়ে ভালোবাসার মানুষ এর মন বোঝে না,তার সাথে সম্পর্ক রেখে কি লাভ.....!!
রাগ হয়ে ফোনটা অফ করে রাখলাম....
সেদিন আর পার্কেও গেলাম না.....
.
এরপর প্রায় ৩দিন তাহমিনার সাথে কথা হয়নি,দেখা হয়নি...."আর দেখা করবোও না"....এই সিদ্ধান্ত নিলাম.....
.
৪দিনের দিন সকালবেলা,
এখন আমি কলেজ এর পেছনের টং দোকানে বসে "সিগারেট" খাচ্ছি....আর ধোয়াগুলোকে রিং বানিয়ে উড়িয়ে দিচ্ছি......
ধোয়াকে রিং বানিয়ে উড়িয়ে দিতে আমার ভালোই লাগে....
"সিগারেট"এর প্রতিটা টান'ই এখন সুখটান মনে হচ্ছে...... যত টানি ততো'ই ভালো লাগে.....
এমন সময় কেউ একজন আমার হাত ধরে,টান দিলো....
পেছনে তাকিয়ে দেখলাম,"তাহমিনা
"
তাহমিনাকে দেখে'ই সিগারেট এর ধোয়া গলায় আটকে গেলো...না পারছি ছাড়তে না পারছি গিলতে....
মেয়েটা আমাকে সিগারেট খেতে বার বার মানা করছে.....
যেহেতু, সামনে লামিয়া দাড়িয়ে আছে...তাই ধোয়াটা ওর সামনে ছাড়লাম না....কষ্ট করে গিলেই ফেললাম...
মন্দ লাগলো না...
.
পকেট থেকে একটা সেন্টারফ্রুট বের করে মুখে পুরে দিয়ে চিবোতে চিবোতে,
--হ্যা,কি হইছে??(আমি)
--আমাকে হারামি বলে'ই ঠাস.....
দোকানে থাকা মানুষগুলো আমার আর তাহমিনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে....
হ্যা,তাহমিনার দেওয়া থাপ্পড় এর শব্দে'ই সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে.....
চড় দিয়েই মেয়েটা কেঁদে দিলো....
--ওই হারামি,তুই কোথায় ছিলি এতোদিন....!! আর ফোন বন্ধ করে রাখছিস কেন!!কতোবার তোকে ফোন দিছি জানিস...!!(কাঁদতে কাঁদতে)
--কিন্তু,আমি তো তোকে বলেছিলাম,"আমার কাছে টাকা নেই...গিফট দিবো কিভাবে...!!"
--হারামি, গিফট কি শুধু দামি জিনিষ দিলেই হয়....!! "ভালোবাসি" শব্দ দিয়ে হয়না বুঝি....!!আমি তোর কাছে সেদিন আর কিছুই আশা করিনি....শুধু "ভালোবাসা" শব্দটা আশা করেছিলাম.....
"ভালোবাসি" বলতে পারতি না...!! এটা যে আমার কাছে সবচেয়ে দামি গিফট......
--হুম....
--কি হুম!!জানিস তোর জন্য আমার কতো টেনশন হইছিলো....
--কেন!!আমার জন্য তোর টেনশন হইছিল কেন!!
--ঠাস..."ভালোবাসি যে তোকে,,,,"
--হুম....
--আবার হুম!!নাকি আরেকটা মারবো!!
--তো কি বলবো.....!!
--"ভালোবাসি" বল....
--কিন্তু এখানে যে অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে....!!
--থাকুক তাকিয়ে....আগে বল,না হলে কিন্তু....!!
--আচ্ছা বলছি বলছি,?...
"আই লাভ ইউ টু"
দোকানে থাকা মানুষগুলো আমাদের দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে.....
তাহমিনা লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেলো.....
আর আমি তাহমিনার লজ্জামাখা মুখখানার কথা চিন্তা করে হাসছি....
অতঃপর, এখান থেকে আরও একটি "ভালোবাসার" গল্পের শুরু....
.
এরপর থেকে মাইরের উপ্রে আছি...
কিন্তু কি করবো...!! সব'ই সহ্য করতে হয়...."ভালোবাসি যে ওকে....!!!"
.