কবিতা

in #rhymes6 years ago

স্বাস্থ্য পরামর্শ

ছোলা খাও আর ব্যায়াম কর
বিছানায় শুয়ে,
উঠা বসা কর তুমি
সামনের দিকে নুয়ে।

rupcare_bellyex3.jpg
u38841_536333_547783.jpg
সকাল বেলায় খাবার খাবে
হয়ে রাজ্যের রাজা
দুপুর বেলায় খাবার খাবে
হয়ে রাজ্যের প্রজা।
রাতের খাবার খাবেনা সিক্ত
খাবে হয়ে মিচকিন
থাকবে সুস্থ্য অসুখ মুক্ত
তোমার ভাল যাবে দিন।
প্রথম দিন এক থেকে পাঁচবার
উঠা বসা কর,
সপ্তাহে কম পক্ষে পঁয়ত্রিশ বার
উঠা বসা কর।
Squats_0.jpg
exercise poses - EAC - 005_web.jpg
DSC00336.JPG
প্রতি মাসে যদি এই ব্যায়াম
বেশী করতে পার,
শরীর থাকবে ভাল হবে কাম
যদি সকাল বেলায় বিছানা তুমি ছাড়
উচ্চতায় ওজন নিবেনা বেশী।
নিবে প্রতি ইঞ্চিতে এক কেজি,
মনের ভুলেও খাবেনা বেশী
চর্বি মাংশ, ডিম ও বেশী তেলের ভাজী,
তবেই সুস্থ্য থাকবে পাবে দিশা
ভাল হবে দেহ,
image-22888.jpg
egg.jpg
পরিহার করবে নেশা
যদি খেতে বলে কেহ।
পরিশোধন জল, শাক সব্জি ফল,
খাবে বেশী মাছ সার ছাড়া বেশী
How-to-freeze-fruits-and-vegetables.jpg
1491925266_3.jpg

পাখির মাংশ, মুরগী খাসী খাবে সিদ্ধ করে বেশী।
হলে ডায়াবেটিস, হাইপার টেনশান
খাবে কম হাঁটবে বেশী
খাবেনা কাঁচা লবণ, মিষ্টি চমচম
ডাক্তারের পরামর্শে ঔষধ খাবে বাংলাদেশী
download.jpg

Collected by Online.