কলকাতা বইমেলা শুরু
৪৩তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে এ মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩১ জানুয়ারি শুরু হয়ে মেলাটি চলবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বইমেলা ঐতিহাসিক মায়া সভ্যতার দেশ গুয়েতেমালাকে থিম করে শুরু হয়েছে।
বইমেলার উদ্বোধন শেষে মমতা বন্দ্যোপাধ্যায় একে বিশ্বের সেরা বই উৎসব বলে অভিহিত করে বলেন, কলকাতা বইমেলা বিশ্বের সেরা উৎসব। এটা বইকে জানার উৎসব। বইকে ভালোবাসার উৎসব। বই মানুষের প্রাণের স্পন্দন। বইয়ের মধ্য দিয়েই শিক্ষার পরিবেশ তৈরি হয়, সংস্কৃতি ও সভ্যতা গড়ে ওঠে। বইয়ের সংসার আগামী দিনে আরো বড় হোক এই কামনা করেন তিনি
Sort: Trending
[-]
successgr.with (74) 3 years ago