আঁতে ঘা লাগলে বন্ধুও সরে দাঁড়ায়,

in #russia3 years ago

আঁতে ঘা লাগলে বন্ধুও সরে দাঁড়ায়, অন্ততঃ আন্তর্জাতিক সম্পর্কে বা কূটনীতিতে। ইরান রাশিয়ার বিরুদ্ধে ১০০০টি ক্ষেত্রে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করায় অবাক রাশিয়া। ইরান নিষেধাজ্ঞা জারি করেছে, তার বড় কারণ হল.. এখন রাশিয়া সাইবেরিয়ার সাইডে বড় খনিজ তৈলখনি আবিষ্কার হবার পর থেকেই আস্তে আস্তে বিশ্বের বৃহত্তম তেল সরবরাহকারী হয়ে উঠছিল নর্ডস্ট্রিম ২ ও অন্যান্য পাইপলাইনের মাধ্যমে। তার কারণে অন্যান্য আরব দেশের মতো ইরানের তৈল ব্যবসাতেও মারাত্মক ক্ষতি হচ্ছিল।আমেরিকার নিষেধাজ্ঞা থাকায় এমনিতেই ইরানি তেল ব্যবসা শুরু থেকেই ধুঁকছে, ভারত সহ গুটি কয়েক দেশ‌ই সাহস করে তাদের থেকে তেল কিনতে পারে।আর দ্বিতীয় কারণ হল,এর ফলে যদি আমেরিকার ভালো নজরে আসা যায়, আর নিউক্লিয়ার ডিল টাও হয়ে যায় ও নিষেধাজ্ঞা‌ও উঠে যায়।