SACRIFICE | A human must do sacrifice to understand the value of Life. | Sacrifice Contest. 25% Beneficiary to @null.

in #sacrifice11 days ago (edited)

Sacrifice বা আত্মত্যাগ কোন সাধারণ শব্দ নয়। নিজের স্বার্থ, ইচ্ছা, ধ্যান-ধারণা, বিশ্বাস, প্রত্যাশা ত্যাগ করে একজন মানুষ যখন অপর কোন মানুষ, গোত্র, দল বা দেশের ইচ্ছাকে প্রাধান্য দেয় সেটাকেই আমরা বলি আত্মত্যাগ। যারা আত্মত্যাগ করার ক্ষমতা রাখে তারা মহান মানুষ। স্বার্থপর এই দুনিয়ায় যে অপরের কথা ভাবে সে তো মহামানবই বটে। Sacrifice Contest এ আত্মত্যাগ নিয়েই আলোচনা করব।

pexels-davidmceachan

Image Source. Photo by David McEachan.

আমরা কার/কাদের জন্য আত্মত্যাগ করি?- Who do we sacrifice for?

আমরা কার জন্য আত্মত্যাগ করি তা বলতে অনেক কিছুরই নাম বলা যায়। কিন্তু এককথায় বললে, যাকে বা যাদেরকে আমরা ভালোবাসি কেবল তাদের জন্যই আত্মত্যাগ করি। যার প্রয়োজনীয়তাকে নিজের প্রয়োজনের চেয়ে বেশি প্রাধান্য দেই তাদের জন্যই আমরা আত্মত্যাগ করি।

আমার কাছে আমার চেয়ে আমার বাবা-মায়ের প্রয়োজনের মূল্য বেশি। আমি তাদের জন্য আত্মত্যাগ করব। আবার, তাদের কাছে আমার প্রয়োজনের গুরুত্ব বেশি, তারা আমার জন্য করবে। একজন সৈনিকের কাছে নিজের জীবনের চেয়ে দেশের স্বাধীনতার মূল্য বেশি। সে দেশের জন্য নিজের জীবনের আত্মত্যাগ করবে। কিছু মানুষ আছে যারা অনেক মহান। তারা সবকিছুর ঊর্ধ্বে মানবতাকে রাখে এবং মানব জাতির জন্য নিজেদেরকে উৎসর্গ করে। মোদ্দাকথা, আমরা ভালোবাসার জন্য আত্মত্যাগ করি।

আত্মত্যাগ গুরুত্বপূর্ণ কেন? - Why sacrifice is important?

মানব সভ্যতার স্থিতিশীলতার জন্যই আত্মত্যাগের গুরুত্ব অপরিসীম। আত্মত্যাগ করা যদি বন্ধ হয়ে যায় তবে সভ্যতা টিকতে পারবেনা। মানুষের মধ্যে চিরন্তন কলহ শুরু হয়ে যাবে। দুর্নীতি, অপরাধ, কলহ চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। তখন মানুষে মানুষে, পরিবারে-পরিবারে, গোত্রে-গোত্রে, দলে-দলে, দেশে-দেশে, জাতিতে-জাতিতে কলহ লেগে থাকবে যা কখনই শেষ হবে না।

আত্মত্যাগ না থাকলে মানুষের মধ্যে লোভের এত পরিমাণ বৃদ্ধি ঘটবে যাতে করে সি নিজে তো ধ্বংস হবেই, চারপাশের সবকিছুও বিনষ্ট করে ফেলবে। মানব সভ্যতার বিকাশ, অগ্রগতিতো দূর, সভ্যতা বলতেই কিছু থাকবেনা তখন পৃথিবী হয়ে যাবে জাহান্নাম।

আমি কেমন আত্মত্যাগ করেছি এবং কেন করেছি? - What sacrifices have you made in your life and why?

প্রতিটি মানুষই তার জীবনে কোন কোন সময় আত্মত্যাগ করেছে। আমিও করেছি এমন অনেক। কিছু হয়ত উল্লেখযোগ্য, কিছু এমনও রয়েছে যাকে আত্মত্যাগই মনে হয়নি। আমার গ্রাম ত্যাগ করা তেমনই একটি আত্মত্যাগ আমার মতে।

আমি বাবা-মায়ের একমাত্র ছেলে। আমার ছোটবোনের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। আমার বাবা-মা গ্রাম থেকে শহরে এসে স্থায়ী আবাস বানিয়েছে। পড়াশোনার জন্য আমিও শহরেই থাকতাম, তবে অন্য এক প্রান্তে। যাইহোক, আমার গ্রাম খুব ভালো লাগত এবং আমার পরিকল্পনা ছিল পড়াশোনা শেষে গ্রামে গিয়ে স্থায়ীভাবে থাকবো এবং নিজের যোগ্যতার সাথে এমন কোন কাজ করব। কিন্তু আমার প্রবাস-ফেরত বাবা শহর ছেড়ে যেতে চাইলেন না। তিনি নিজে অনেক শখ করে, অনেক পরিশ্রম করে শহরের এই বাড়িটি বানিয়েছেন। তিনি তাই গ্রামে ফিরে যেতে চাইলেন না। আর, আমার যেহেতু আর কোন ভাই নেই, তাই তারা এটাও চান না যে আমি তাদের ছেড়ে দূরে থাকি। আমি নিজেও চাইনি তাদের থেকে আলাদা থাকতে। ফলস্বরূপ আমি আমার স্বপ্নের আত্মত্যাগ করে তাদের সাথে থাকার জন্য শহরে চলে এসেছি এবং এখন তাদের সাথেই থাকি।

আত্মত্যাগের প্রকৃত অর্থ কি এবং আত্মত্যাগকারী কি পায়? - What is the true meaning of Sacrifice and what do we achieve by sacrificing?

আত্মত্যাগের প্রকৃত অর্থ নিজেকে বিসর্জন দিয়ে অন্যের চাহিদা/প্রয়োজনকে প্রধান্য দেয়া। নিজের ইচ্ছা, স্বাধীনতা, চাওয়া, পাওয়া, স্বপ্ন, সুযোগের পরোয়া না করে অন্যের চাহিদা/ইচ্ছা/প্রয়োজনকে প্রাধান্য দেয়াই আত্মত্যাগ।

আমাদের ধর্মে আত্মত্যাগকারীর জন্য পরকালে পুরষ্কারের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়াও আত্মত্যাগকারী মানসিক ভাবে শান্তিতে থাকতে পারে। নিজের মধ্যে মানবিকতাবোধ জাগ্রত হয়। আত্মত্যাগকারী জীবনে সন্তুষ্টি অর্জন করে। জীবন শান্তিতে পরিপূর্ণ হয়ে ওঠে।

আমি আমার তিনজন পরিচিত স্টিমিয়ান @shapladatta, @samin1 এবং @jimiaera02 কে কন্টেস্টে অংশ নেয়ার জন্য মেনশন করলাম।

Posted using SteemPro

Sort:  

অসাধারণ লিখেছেন প্রিয় ভাই।এভাবে লেখা চালিয়ে যেতে থাকলে আশা করা যায় আপনি একদিন ভালো একজন লেখক হবেন ইনশাআল্লাহ।

সুবহানাল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই। শুকরিয়া।

Evolve, you fucking twisted masochistic monkeys, with your insane beliefs. Sacrifice yourself and keep the fuck away you fucking animals. Get it or get shot