মায়ানমার

in #sad6 years ago

কয়দিন আগে মায়ানমার তাদের অফিশিয়াল ওয়েবসাইটে সেন্টমার্টিন এর কিছু অংশ ও তাদের নিজেদের বলে দাবি করে এবং তাদের যেয়ে মানচিত্র সেটাতেও সেন্টমার্টিন এর কিছু অংশ দেখানো হয়। আসলে তারা ভাবি কি তারা কি সেন্ট মার্টিন টা দখল করতে চায় যেভাবে জনগোষ্ঠি চট্টগ্রাম ও কক্সবাজারে বসতি গেড়েছে তাদেরকে তো নেয়ার কোনো পরিকল্পনাই নেই মায়ানমারের দিও তারা আন্তর্জাতিক চাপের মুখে বলছে যে তারা রহি কে নিবে কিন্তু আসলে তাদের এসব নেই তারা চায় যে রোহিঙ্গারা বাংলাদেশে থাকুক এবং রোহিঙ্গার যে জনপদ যেখানে বসতি গড়েছিল সেই জায়গাটা মায়ানমার এক কথায় লুট করেছে সেখানে তারা বড় বড় কোম্পানি এবং বড় বড় বিদেশী শক্তির কাছে বিক্রি পায়তারা করছে।

যতদূর জানি রোহিঙ্গা এলাকায় গ্যাসের খনি নাকি তেলের খনি আছে সেজন্য এই এলাকাটি অনেক পড়তে পরিপূর্ণ এবং এই এলাকাটায় মায়ানমার চাচ্ছে যে যাদের বের করে দিতে যাতে তা ভোগ করতে পারে।