আত্মহত্যা
আত্মহত্যা মহাপাপ আমরা সবাই জানি তারপরও মানুষ প্রতিদিনই আত্মহত্যার মতো এই ঘৃণ্য কাজটি করে যাচ্ছে। সম্প্রতি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আত্মহত্যা করেছে আসলে ভাবতেই খারাপ লাগে বিশ্ববিদ্যালয়ে পড়া একটি ছেলে যে কিনা এস এস সি পাশ করেছে এইচ এস সি পাশ করেছে এত পড়ালেখা করছে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় এটি একটি সরকারি বিশ্ববিদ্যালয়। সরকারি বিশ্ববিদ্যালয় আমরা জানি খুব মেধাবীরাই পড়ালেখার সুযোগ পায় অনেক কম্পিটিশনে অনেক পেরিয়ে আপনার ভালো ভালো স্টুডেন্ট চান্স পায়। তাদেরই একজন আজকে সবাইকে কাঁদিয়ে আত্মহত্যা করে চলে গেল।
ছাত্রের নাম নাজমুল ইসলাম সে তৃতীয় বর্ষের ছাত্র আইন বিভাগ নিয়ে পড়াশোনা করছিল। সাদ্দাম হোসেন হলে সে আর কি থাকতো। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সেটা আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয় তাকে এ সিলিং ফ্যানে ঝুলতে দেখা গেছে ময়নাতদন্ত সেটাই বলছে যে এটিকে আত্মহত্যা কিন্তু আত্মহত্যার জন্য যে একটি কারণ দরকার সেটি আসলে খুব যুক্তিযুক্ত নয় আমার কাছে। আর কোন প্রেম ঘটিত কোন সম্পর্ক ছিল না পারিবারিকভাবেও তেমন কোনো প্রবলেম ছিল না কিন্তু তার হার্টে একটু প্রবলেম ছিল অনেকদিন ধরে সে অসুস্থ ছিল তবে নিশ্চয়ই আত্মহত্যার কোন কারণ হতে পারে না।
আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যেন আসলে কি ঘটেছে সেটা যেন তদন্ত করে বের করা হয়।
This user is on the @buildawhale blacklist for one or more of the following reasons: