সাপের খেলা

in #snake6 years ago

গ্রমাঞ্চলে এক সময় সাপখেলা ছিল নিত্য দিনের ঘটনা । ছোট বড় সবাই মিলে দেখত সাপ খেলা । অনেক রকম সাপ নিয়ে সাপুড়ে সাপ খেলা দেখাত । বিশেষ করে কবরা সাপ ফনা তুলে ফুস ফুস শব্দ বাচ্চাদের মনে ভয় ধরিয়ে দেয় । এটা তারা বেশ উপভোগ করে । এখনও মাঝে মাঝে হাটে বাজারে সাআপ খেলা দেখা যায় । কিন্তু তা খুব কম । এখন মানুষ এই পথে রজগার করতে চাই না। সে কারনেই হয়ত আর বেশি দেখা যাই না।

আবার বেদে মেয়েরাও সাপ খেলা দেখায় । তারা বানর , সাপ খেলা এবং তাবিজ বেঁচে জীবন নির্বাহ করে। আবার বেদে পরিবার দের এটা ঐতিহ্য বাহী পেশা। এরা সাপ ধরতেও পটু । কোথাও সাপ দেখা গেলে অনেকে বেদেদের খবর দেয় । তারা এই সাপ ধরে খেলা দেখায় । গ্রামে সাপ খেলা দেখালে অনেকে চাল ও দেয় । এটায় তাদের রজগারের পথ।

image source: clickhere

আমি যখন ছোট ছিলাম দেখতাম সেই সময় আমাদের পাশের এক গ্রামে সাপ খেলার বিশাল আয়োজন হত। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসত এখানে সাপ খেলা দেখার জন্য। অনেক প্রতিযোগী আসত পরস্কার পাওয়ার আশায় । অনেকে সাপ- খেলা দেখাতে ব্যর্থ হত। তখন অনেকে বলত মন্ত্র পড়ে তার অক্ষম করা হয়েছে । যাইহোক সেটা সবাই উপভোগ করত।

এখনও হাটে বাজারে মাঝে মাঝে কিছু মানুষের তাবিজ বিক্রি করতে দেখা যায় । তারা মানুষের উপস্থিতি বাড়ানোর জন্য অনেকে সাপ খেলা দেখায় । এতে মানুষ জড়ো হলে তাদের তাবিজ বিক্রিও বেড়ে যায়। যদিও তাবিজ জিনিসটি শুধুই ধোঁকাবাজি , তারপরও সাধারন ও অশিক্ষিত মানুষেরা তাবিজ ব্যবহার করে থাকে। তাদের বিশ্বাস এতে তাদের সব রোগ ভালো হয়ে যাবে । আর জিনে আসর করবে না। এটা বেশ অদ্ভুদ শ্রেণীর বিশ্বাস ও বটে।

Sort:  

sap khela upovog korar moto ekti darun khela . choto choto bacca ra khela ti onek upovog kore .. sapure ra tader boivinn noipunno dekhai tader songrihit bivinnn sap diye . tobe khelar jon gokhra sapti sobtheke jonoprio .karon ei sap fona tole ar4 fus fus sobd kore.

Congratulations, your post received 89.43% up vote form @spydo courtesy of @desh2! I hope, my gratitude will help you getting more visibility.
You can also earn by making delegation. Click here to delegate to @spydo and earn 95% daily reward payout! Follow this link to know more about delegation benefits.

You got a 90.43% upvote from @minnowvotes courtesy of @desh2!

oitijjobahi saper khela bangladeshe eksomoy chilo khub komon ekta abapar kintu ekhon ar temon dekha jai na.bederao grame grame sap niyekhela dekhiye berai .. tobe amare sap khub voi lage se karone saper khela dekhi na..

আসলে বাংলাদেশের অনেক ঐতিহ্যই হারিয়ে গেছে। এখন বিভিন্ন ধরণের বিনোদনের জন্য তৈরি হয়েছে মিডিয়া , ডিভাইস । যার মাধ্যমে মানুষ বিনোদন পায় , কিন্তু সেই জীবন্ত বিনোদন এর মাধ্যমে কিন্তু সম্ভব নয়। আমরা দেখতাম পালকিতে বউ নিয়ে যেত এক সময় ।বর ,বউ পালকিতে উঁকি দিয়ে যাইত শ্বশুর বাড়ি । তার ভিতর কিন্তু একটা অন্য রকম ঐতিহ্য লুকিয়ে ছিল । কিন্তু সেগুলো আজ হারিয়ে গেছে।

Congratulations, your post received 77.07% up vote form @spydo courtesy of @farhananipa! I hope, my gratitude will help you getting more visibility.
You can also earn by making delegation. Click here to delegate to @spydo and earn 95% daily reward payout! Follow this link to know more about delegation benefits.

sap dekhle voy lage khub

traditional play of snake

saper magic dekhte valo

আমাদের ছোট বেলায় দেখতাম। এটা গ্রামের মানুষদের জন্য বেশ আনন্দদায়ক একটা বিষয় ছিল। কৃত্রিম জীবন এখন সব কিছুই পাল্টে দিছে। সাপুরেরাও এখন বিভিন্ন ব্যবসা করছে। আর সাপ খেলাটা হয়তো মোবাল, কম্পিউটার বা অন্য কোন ডিভাইসে খেলে নিচ্ছে। সত্যি, দিনগুলো অনেক মিস্ করছি...

valoi bolechen . aj ar sei din nei . sei oitijjo bahi khela gulo amader desh theke bidai niyeche . sei sob jaiga gulo dokhol kore ache amader ei sob digital device .. sei khela dekhe je binodon pawa jet ta ar ekhon pawa jai na..

This post has received a 5.2 % upvote from @boomerang.

@farhananipa purchased a 54.49% vote from @promobot on this post.

*If you disagree with the reward or content of this post you can purchase a reversal of this vote by using our curation interface http://promovotes.com

You got a 13.39% upvote from @upme thanks to @farhananipa! Send at least 3 SBD or 3 STEEM to get upvote for next round. Delegate STEEM POWER and start earning 100% daily payouts ( no commission ).


@farhananipa, sorry to see you have less Steem Power.
Your level lowered and you are now a Red Fish!

Do not miss the last post from @steemitboard:
SteemFest³ - SteemitBoard support the Travel Reimbursement Fund.

Do you like SteemitBoard's project? Then Vote for its witness and get one more award!

Now a day we miss it a lot. Thanks for sharing it.