বাংলা মৌলিক কবিতা I শুভ্র ফাল্গুনে I

in #sovro5 months ago

শুভ্র ফাল্গুনে I

পুড়ে ফেলে এসেছে ফাল্গুনের সুবাস,
সবুজের রঙে লেপ্টে আছে নতুন স্বপ্নের আসা।
মেঘের ছায়ায় খেলা করে পাখিরা,
সুরে গানে রঙিন হয়ে উঠে ভোরের প্রেমে।

ধূসর আকাশের প্রথম আলো আলোকে আছে,
চাঁদের সুরমা নিয়ে আছে রাতের জাগানো স্বপ্নে।
শুধু নয় বুঝে মন যে মুখোমুখি সব সুখ-দুঃখ,
আমরা পাহাড়ের সমান প্রেমে মিলে যাই অন্যদিকের গোপন সব রাস্তা।

আসছে বছরের নতুন বাতাস,
শুধু নয় স্বপ্নে তোলা আমাদের ভোরের দুর্গত।
শুভ্র ফাল্গুনে প্রত্যাশায় ভরে আসুক সবাই,
জীবনের রঙিন চিরন্তন গল্পে লেখা হোক নতুন অধ্যায়ে।