কবিতা নং-৫৩ “তুমি আর আমি”

in #steem6 years ago

2009-04-12-PIC_5361.jpg

“তুমি আর আমি”

  • হামিদুল হক তরুন
    2009-04-03-PIC_7720.jpg

তুমি আর আমি একদিন বেরুবো অজানার পথে
সংগে আর কেউ রবে না, কিছু রবে না, শুধু বসন ছাড়া
হাটবো মোরা লোকালয় ছেড়ে নদীর চরে চরে
কারো সন্দেহের চোখ আমাদের লজ্জিত করবে না।
হাটতে হাটতে যখন দু’জনেই ক্লান্ত হয়ে পড়বো
নদীর স্বচ্ছ জলে ¯œান করলেই তা ঘুচে যাবে
তুমি বা আমি কেউ যদি ক্ষুধায় কাতর হয়ে পড়ি
দু’জনে দু’জনার অধর চুষে তা দুর করবো।
দু’পুরের রোদে যদি বালু গরম হয়ে উঠে
যাত্রায় বিরতি দিয়ে সারা দুপুর জলে খেলা করবো
বেলা পড়ে এলে আবার শুরু হবে মোদের যাত্রা
2010-02-20-IMG0153A.jpg

সন্ধা অবধি বিরতি হীন চলতে থাকবো।
রাতের অন্ধকারে যদি ভয় উঁকি দেয় মনে
জড়াজড়ি ধরে শুয়ে রবো পাড়ির নিচে
গভীর ঘুমে যখন আচ্ছন্ন হয়ে রবো দু’জন
সে ঘুম ভাঙ্গার আগেই হয়তো পৃথিবীটা ধ্বংস হবে।
2013-04-15-PIC_5969.jpg