#steemaward2021
হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশাকরি সকলে অনেক ভাল আছেন সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি।@steemitblog ঘোষণা করেছেন #steemaward2021 আ্যাওয়ার্ড দিবে সেরা লেখক সেরা অবদানকারী এবং সেরা কমিউনিটিকে।তাই আমি মতে সেরাদের ঘোষণা করছি।
সেরা অবদানকারী
@rme
1.ইনি একজন দক্ষ এবং পরিশ্রমী লোক এই প্লাটফর্মে।
২.তিনি এই প্লাটফর্মের ব্যবহারকারীদের ওয়ালেট তৈরি করতে উৎসাহিত করেন।
৩.তিনি একমাত্র এই প্লাটফর্ম ব্যবহারকারী যার এসপি সব থেকে বেশি।
৪.তার অবদানেই একটি মানসম্মত কমিউনিটি গড়ে উঠেছে।@amarbanglablog.
৫.গত ৫ মাসে স্টিমিট প্লাটফর্মের কমিউনিটি গুলোর মধ্যে @amarbanglablog এর এসপি সব থেকে বেশি।এর পিছনে একমাত্র অবদান @rmerme এর।
৬.স্টিমিটে সবথেকে বেশি ইনভেস্ট করেছেন তিনি।
তাই আমার জানা মতে @rme একজন সেরা অবদানকারী স্টিমিটের মধ্যে।
সেরা কমিউনিটি @steem-bangladesh
যে কারনে @steem-bangladesh সেরা কমিউনিটি
স্টিম বাংলাদেশ এ চুরি পোস্ট বা কপি পেস্ট এর কোনো স্থান নেই। কেউ কোনো চুরি বা কপি পোস্ট করে ধরা পড়লেই তাকে মিউট করে দেওয়া হয়।স্টিম বাংলাদেশ এ সকল মেম্বারের পোস্টের মান অনেক সম্পন্ন ও কোয়ালিটি পূর্ন।স্টিম বাংলাদেশের একটিভ মেম্বার প্রায় ২০০+।গত মাসে এই কমিউনিটি বুমিং সাপোর্ট পায় নাই।এই মাসে আবারো সাপোর্ট পেয়েছে। বুমিং সাপোর্ট না পাওয়ার জন্য গত মাসে একটিভ মেম্বারদের সদস্য কমে গিয়েছে।এই মাসে বুমিং সাপোর্ট পাওয়ায় আবারো একটিভ মেম্বার বেড়ে ২০০ এর কাছাকাছি চলে যাবে ইনশাআল্লাহ। স্টিম বাংলাদেশ এর লিডারশীপ এর এডমিন মডারেটররা অনেক অভিজ্ঞতা সম্পন্ন। স্টিম বাংলাদেশে একটিভ এবং কোয়ালিটি পোস্টারদের সাপোর্ট দেওয়া হয়। এই জন্য আমার মতে স্টিম বাংলাদেশ সেরা কমিউনিটি।
শ্রেষ্ঠ লেখক
@tasonya
শেষ্ঠ লেখক হিসেবে আমি @tasonya কে সমর্থন করছি।আমার দেখা এই প্লাটফর্মে সেরা একজন লেখক।এনার লেখার কোয়ালিটি অনেক সৌন্দর্যপূর্ন।তিনি নিঃসন্দেহে একজন এই প্লাটফর্মের দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন লেখক। তিনি অন্যদের পোস্ট পড়ে একটা সুন্দর কমেন্ট এবং আপ-ভোটের মাধ্যমে উৎসাহিত করেন। তাই আমি এনাকেই সমর্থন করছি।
তো বন্ধুরা এই ছিল আমার এদের সমর্থন।
ধন্যবাদ সবাইকে
@nur000