18000 টাকা কমে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S24+ স্মার্টফোন, S24 Ultra ফোনেও 12 হাজার টাকার ডিসকাউন্ট

in #steemit7 days ago (edited)

18000 টাকা কমে পাওয়া যাচ্ছে Samsung Galaxy S24+ স্মার্টফোন

1000000835.jpg

, S24 Ultra ফোনেও 12 হাজার টাকার ডিসকাউন্টBy Gourab Sadhukhan -July 3, 2024আমরা সম্প্রতি আমাদের রিপোর্টে অফলাইন মার্কেটে Samsung Galaxy S24 ফোনের দামে 13000 টাকার ছাড়ের কথা জানিয়েছিলাম। এই অফারে কোম্পানি Samsung Galaxy S24+ এবং S24 Ultra ফোনের আমেও দারুণ ডিসকাউন্ট দিচ্ছে। অফারের আওয়াতায় এই ফোনগুলি 18000 টাকা পর্যন্ত কম দামে কেনা যাবে।Table of ContentsSamsung Galaxy S24+ ফোনের অফারSamsung Galaxy S24 Ultra ফোনের অফারSamsung Galaxy S24 Ultra ফোনের স্পেসিফিকেশনSamsung ফোনে প্রযোজ্য অফার অনুযায়ী Samsung Galaxy S24+ ফোনটি কিনলে 18,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এর মধ্যে 17 হাজার টাকা কোম্পানির পক্ষ থেকে এবং 1 হাজার টাকা দোকানদারের পক্ষ থেকে এক্সট্রা ডিসকাউন্ট হিসাবে পাওয়া যাবে। এই অফারে Galaxy S24 Plus ফোনের 256GB মডেল 81,000 টাকা এবং 512GB মডেল 91,999 টাকার বিনিময়ে কেনা যাবে।কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy S24 Ultra ফোনে 12,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। স্কিমের আওতায় Galaxy S24 Ultra ফোনের 12GB+256GB এবং 12GB+512GB মডেল যথাক্রমে 1,17,999 টাকা এবং 1,27,999 টাকার বিনিময়ে কেনা যাবে।জানিয়ে রাখি এই অফলাইন অফার শুধুমাত্র রিটেইল স্টোর এবং মোবাইল দোকানের মাধ্যমে উপভোগ করা যাবে। অফারটি 1 জুলাই থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী 31 জুলাই পর্যন্ত।ডিসপ্লে: এই ফোনে 68 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন ডায়নামিক েমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। ভিশন বুস্টার টেকনোলজি ব্যাবহার করে এই স্ক্রিন আউটপুট অনুযায়ী ভিজুয়াল দিতে সক্ষম। এই ফোনটি মাত্র 86 এমএম চওড়া।প্রসেসর: এই ফোনটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসরে কাজ করে। এই চিপসেটে 33 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত একটি প্রাইম কোর, 32 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত পাঁচটি পারফরমেন্স কোর এবং 23 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত দুটি এফিসিয়েন্সি কোর রয়েছে। এছাড়াও গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 750 জিপিইউ যোগ করা হয়েছে।ওএস: এই ফোনটি লেটেস্ট Android 14 ওএসের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি 6 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবে অর্থাৎ এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 20 পর্যন্ত ব্যাবহার করা যাবে। এই ফোনে ওয়ানইউআই 61 দেওয়া হয়েছে যা ইউনিক ইন্টারফেস এবং ইউজার এক্সপেরিয়েন্স দিতে সক্ষম।রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেও%E0%A7