Fact 5

in #steemit5 months ago

বাংলাদেশের গ্রামাঞ্চলে মেয়েরা খেলতে খেলতে অনেক মজার কাণ্ড করে থাকে। একবার, একটি গ্রামে ছোট ছোট মেয়েরা নিজেদের খেলনা দিয়ে ‘বাজার’ বসানোর খেলা শুরু করেছিল। তারা পঁচা ফল, প্লাস্টিকের মাছ, আর কাগজের নোট দিয়ে একেবারে বাস্তবিক বাজারের মতো পরিবেশ তৈরি করেছিল। এমনকি, তারা গায়ে লাল পাড় সেলাই করে নিজেদের ‘বাজারের ম্যানেজার’ হিসেবে পরিচয় দিত।

তাদের এই মজার বাজারে অভিভাবকদের কাছে পণ্য বিক্রি করার জন্য তারা বিভিন্ন হাস্যকর ‘বিক্রয় কৌশল’ ব্যবহার করত, যেমন ‘দুইটা কিনলে একটাও ফ্রি’। গ্রামবাসীরা এই মজার দৃশ্য দেখে মুচকি হাসি হেসে বলত, “আমরা ভাবতেই পারিনি, আমাদের বাচ্চারা এত ভালো ব্যবসায়ী হতে পারে!” এটি শুধু তাদের সৃজনশীলতারই প্রমাণ নয়, বরং তাদের খেলার মাধ্যমে বড়দের জগতের ছোটখাটো কৌতুকের উপস্থাপনও ছিল।

gettyimages-1255115710-640x640.jpg