When the nude park is ready to be completely naked, you know where it is?

in #steemit7 years ago (edited)


তৈরি হল নগ্ন পার্ক- ইউরোপে ঝড় তুলেছে নগ্ন রেস্তোরাঁ। এবার আসছে নগ্ন পার্ক। তবে ইউরোপে নয়, এমন পার্ক তৈরি হচ্ছে এবার ব্রাজিলে। নাম ‘‌ইরোটিকা ল্যান্ড’‌। নাম শুনেই বোঝা যাচ্ছে অপর্যাপ্ত যৌনতার ছড়াছড়ি থাকবে এই পার্কে। নগ্ন হয়ে ঢুকতে হবে এই রেস্তোরাঁয়।

নানা ‘‌জয় রাইড’‌–এর পাশাপাশি থাকবে অসংখ্য কামোদ্দীপক মূর্তি। ২০১৮ সালের শেষের দিকে পিরাসিবাকা এলাকায় তৈরি হবে এই পার্ক। সাও পাওলো লাগোয়া এই শহর এমনিতেই রঙিন নৈশজীবনের জন্য বিখ্যাত। তার মধ্যে এই পার্ক শহরে পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণ হয়ে উঠবে।

পার্কে থাকছে কামোদ্দীপক সেভেন ডি সিনেমা দেখার ব্যবস্থা। পার্কের ঠিক মাঝাখানে থাকবে একটি সুইমিং পুল। সেখানে চলবে খানাপিনা ও জলকেলির ব্যবস্থা। তবে এই পার্কে কঠোরভাবে নিষিদ্ধ অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ।

সঠিক ও স্বাস্থ্যসম্মতভ উপায়ে যৌনতার অভ্যাস গড়ে তুলতে একটি কর্মশালাও চলবে এই পার্কে। প্রত্যাশিতভাবেই পার্কের প্রবেশমূল্য বেশ চড়া— ১০০ ডলার। ভারতীয় মুদ্রার হিসাবে প্রায় সাড়ে ছ’‌হাজার টাকা।

নগ্নতা যাদের পছন্দ! তাদের জন্য সুখব। আপনিও চাইলে নগ্ন হয়ে ঘুরে বেড়াতে পারবেন। অবাক হলেও বিষয়টি সত্যি। ফ্রান্সের রাজধানী প্যারিসেই তৈরি করা হল বিশ্বের প্রথম নগ্ন পার্ক। কর্তৃপক্ষযার নাম দিয়েছেন, ‘বয়ইস ডি ভিনসিনেস’।

পার্ক কর্তৃপক্ষ আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, মূলত নগ্নতাবাদীদের সম্মান জানাতেই এই পার্ক তৈরি করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে পার্কটি।

যে কেউ চাইলে এই পার্কে প্রবেশ করতে পারবেন, তবে শর্ত একটাই কাউকে জ্বালাতন করা যাবে না, কারও যৌনাঙ্গের দিকে তাকিয়ে থাকা যাবে না। ১৮ অক্টোবর থেকে পার্কটি খুলে দেওয়া হবে সবার জন্য।

প্যারিস নেচারিস্ট অ্যাসোসিয়েশনের জুলিয়ান ক্লড এএফপি নিউজ এজেন্সিকে বলেন, ‘এটি সত্যিকারের আনন্দের বিষয়, এটি প্রকৃতির জন্য আরও একটি স্বাধীনতা।’

বলে রাখা ভালো, প্যারিসে একটি জলাশয় রয়েছে যেখানে সপ্তাহের তিন দিন নগ্ন হয়ে গোসল করার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে ২০১৮ সালের মধ্যে ব্রাজিলের সাও পাওলোর পাইরাসিকাবায় প্রাপ্ত বয়স্কদের জন্য সেক্স থিম পার্ক তৈরি করার কথা রয়েছে।

অবাক হবে না কিন্তু। আপনিও চাইলে এই পার্কে ঘুরে আসতে পারেন। ফ্রান্সের রাজধানী প্যারিসেই তৈরি করা হল বিশ্বের প্রথম নগ্ন পার্ক। কর্তৃপক্ষ যার নাম দিয়েছেন, ‘বয়ইস ডি ভিনসিনেস’

পার্ক কর্তৃপক্ষ আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, মূলত নগ্নতাবাদীদের সম্মান জানাতেই এই পার্ক তৈরি করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে পার্কটি।

যে কেউ চাইলে এই পার্কে প্রবেশ করতে পারবেন, তবে শর্ত একটাই কাউকে জ্বালাতন করা যাবে না, কারো যৌনাঙ্গের দিকে তাকিয়ে থাকা যাবে না। ১৮ অক্টোবর থেকে পার্কটি খুলে দেওয়া হবে সবার জন্য।

প্যারিস নেচারিস্ট অ্যাসোসিয়েশনের জুলিয়ান ক্লড এএফপি নিউজ এজেন্সিকে বলেন, ‘এটি সত্যিকারের আনন্দের বিষয়, এটি প্রকৃতির জন্য আরো একটি স্বাধীনতা।’

প্যারিসে একটি জলাশয় রয়েছে যেখানে সপ্তাহের তিন দিন নগ্ন হয়ে গোসল করার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে ২০১৮ সালের মধ্যে ব্রাজিলের সাও পাওলোর পাইরাসিকাবায় প্রাপ্ত বয়স্কদের জন্য সেক্স থিম পার্ক তৈরি করার কথা রয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে তৈরি করা হয়েছে বিশ্বের প্রথম নগ্ন পার্ক। কর্তৃপক্ষ পার্কটির নাম দিয়েছেন, ‘বয়ইস ডি ভিনসিনেস’। পার্কটির বিশেষত্ব হল এখানে যারা ঘুরতে আসবে তাকে নগ্ন হয়েই প্রবেশ করতে হবে।

স্থানীয় সময় ৩১ আগস্ট পার্কটি পারীক্ষামূলক ভাবে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। ১৮ অক্টোবর পার্কটি উদ্বোধন করা হবে।

পার্কটির কর্তৃপক্ষ বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মূলত নগ্নতাবাদীদের সম্মান জানাতেই এই পার্ক তৈরি করা হয়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে পার্কটি।

প্যারিয়ের ডেপুটি মেয়র ও সিটির পার্কগুলোর ইন চার্জ পেনিলোপ কোমিটিস জানান, যে কেউ চাইলে এই পার্কে প্রবেশ করতে পারবেন, তবে শর্ত একটাই কাউকে জ্বালাতন করা যাবে না, কারো যৌনাঙ্গের দিকে তাকিয়ে থাকা যাবে না। সেটা আমরা শক্তভাবে দমন করবো।

প্যারিস নেচারিস্ট অ্যাসোসিয়েশনের জুলিয়ান ক্লড বলেন, ‘এটি সত্যিকারের আনন্দের বিষয়, এটি প্রকৃতির জন্য আরো একটি স্বাধীনতা।’

এর আগে প্যারিসে একটি জলাশয় তৈরি করা হয়েছে যেখানে সপ্তাহের তিন দিন নগ্ন হয়ে গোসল করা যায়।

অন্যদিকে ২০১৮ সালের মধ্যে ব্রাজিলের সাও পাওলোর পাইরাসিকাবায় প্রাপ্ত বয়স্কদের জন্য সেক্স থিম পার্ক তৈরি করার কথা রয়েছে।