একটি উপদৃষ্টির ঘটনা
একটি উপদৃষ্টির ঘটনা
আমাদের গ্রামে এক বন্ধু ছিল নাম চুন্নু । সে গ্রামেই থাকে । টার একটি সমস্যা ছিল সে অনেক রাতে ঘুমের ভিতরে সে ঘরের বাইরে চলে যেত একা একা । গ্রামের সবাই জানত বিষয়টা । অনেকে বলত ঘুমের ঘরে চলে আসে । আসলে বিষয়টি এমন নই । সে কই একবার মরার হাত থেকে রক্ষা পাইছে । আবার খারাপ মুহূর্ত থেকেও বেছে গেছে । সে একবার ঘুমের ভিতরে রাত প্রাই ৩/৪ টা বাজে তখন অন্যজনের ঘরে গিয়া শুইয়া থাকে । একদিন সে তার গ্রামের রবিনের বউ এর পাশে শুইয়া পড়ে সকালে উঠা দেখে চুন্নু । তখন গ্রামের মানুষ তাকে অনেক মাইর দেই , এবং সালিশ বসাই । চুন্নুর পরিবার এই রোগের জন্য অনেক ভাল ভাল ডাক্তার দেখাইছে । কিন্তু কিছুতেই সুস্ত হয় না। আবার একদিন অনেক রাতে ঘুমের ঘরে পুকুরে গোসল করতে গেছে । তখন রাতে যারা মাছ ধরে তারা থাকে সেই খান থেকে তুলে নিয়া আসে । কিন্তু এই রোগটা অনেকের কাছে স্বাভাবিক মনে হয় না। অনেকে বলে জীনের দৃষ্টি থাকতে পারে । ভাল কবিরাজ দেখাতে পারেন ।
এই কথা শোনার পর তার পরিবার তাকে এক ভাল কবিরাজের কাছে নিয়া গেল । কবিরাজ তাকে অনেক পরীক্ষার পর জানাল তার উপরে জীনের দৃষ্টি আছে । এই কবিরাজ তাকে কিছু কবিরাজি অসুদ দিল । এবং কিছু তাবিজ দিল । কিন্তু চুন্নু খুব চঞ্চল প্রকিতির ছিল । সে প্রত্যেকদিন গোসল করার আগে এই তাবিজ খুলে রাখে এবং গোসল শেষে আবার বাঁধে । কিন্তু একদিন গোসল করার পর এই তাবিজ বাঁধতে মনে ছিল না তার । কিন্তু ঐ দিন ঘটে গেল এক বড় রকমের ঘটনা । সে দিন ঘুমাই ছিল , কিন্তু এই কইদিন তাবিজ এর জন্য ঐ জিন কোন প্রভাব ফেলতে পারেনি । কিন্তু আজ সে সুজক পেল , সে অনেক রাতে চুন্নুকে নিয়া , বনে একটি তেঁতুল গাছ ছিল অংক বড় ঐ খানে কেউ যাই না। দিনের বেলাই ঐখানে অন্ধকার । বড় মানুষ ও ভয় পাই ঐ জাইগা দেখলে । কিন্তু সেই রাতে চুন্নু ঐ তেঁতুল গাছের মগডালে উঠে বসে ছিল । তেঁতুল গাছটি এত মোটা আর বড় ছিল কোন মানুষ ঐ গাছে উঠে পারে না । কিন্তু চুন্নু উঠলো কি করে ।
পরের দিন সকালে চুন্নুর পরিবার চুন্নুকে খুজে পাইনা । তারা অনেক খুজাখুজি করে পুকুরে কিনবা আশপাশের ডোবা নালাই সব জাইগাই খোঁজে কিন্তু কোথাও মেলে না চুন্নুকে । প্রাই ২ দিন পর চুন্নু বাসাই ফিরে আসে একাএকাই । পরে চুন্নুর কাছ থেকে জানা যাই , সে ঐ গাছে ছিল এই দুই দিন । চুন্নুর হুশ জ্ঞান সব ছিল তাও চুন্নু বাসায় আসতে পারেনি । এই ২ দিন চুন্নু কিছু খাইনি । চুন্নুকে বাসায় আসার সাথে সাথে ঐ তাবিজ আবার হাতে বেধে দিল । এই উপ দৃষ্টি না ঠিক হওয়া পজন্ত পরিবারের সবাই চুন্নুকে ঘরে আটকে রাখল । এখন সে অনেকটা সুস্ত হইয়া গেছে , ঘটনাটি অনেক আগে ঘটেছিল ।
সবাইকে অনেক ধন্যবাদ ।
Congratulations @fouziahasan! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!