‌তোমার জ‌ন্যে আমি

কি ভাবছ ব‌সে তু‌মি
আস‌বোনা তোমার জীব‌নে আমি,
মি‌থ্যে তোমার ভাবনা
দে‌খে নিয় আস‌বো ফি‌রে আমি।

শত কো‌টি বাধা য‌দি
আসে মোর জীবনে,
সব বাধা পিছু ফে‌লে
আস‌বো ফি‌রে আমি ।

কখনও জীবন যদি থে‌মে যায়
মরণ স্টেশ‌নে,
তখনও এপা‌রে দাড়িয়ে
বলব আমি,
ওপা‌রে যেন সু‌খি হও তু‌মি।