The first flower view display smartphone made in the market came in the market

in #technology7 years ago

walton.png
source

Walton launches new generation of 18 Generation smartphones in Bangladesh Whose model is 'Primo EF 7' Walton is calling it the most affordable smartphone display in the country. 4.95 inches FWVGA Plus display phone screen resolution 960 by 480 pixels. There are also 2.5 de-curved glasses.

The smartphone, with the 'Made in Bangladesh' tag, matches all Walton Plaza, mobile phone brands and retail outlets in the country. The price is only 4,499 taka.

Head of Walton Cellular Phone Division (Marketing) Asifur Rahman Khan said, "Primo EF7" in the country's market is the most affordable smartphone with the full view display. It has been made at Walton's own factory at Chandra in Gazipur. This is the first flower view display smartphone made in the country. The attractive design phone is black, gold, gray, and metallic gold - these four different colors are marketable.

smart phone.png
source

He also said that the special replacement facility will be available to buyers in this smartphone made in Bangladesh. Customer will be given a new phone within 30 days of the purchase of the smartphone immediately after changing the phone. In addition, within 101 days, the buyer will get the after-sales service within 48 hours on Proriti Baisis. Moreover, one year on the smartphone and the battery and charger will be available for six months in the after sales service.

Senior Deputy Director of Walton Cellular Phone Research and Development Department Ariful Haque Raihan said, the normal smartphone display has a ratio of 16: 9. It has bigger screen frames on top and bottom of the screen. As a result the screen size is small. But the frame below and above the screen of the 18: 9 royal display screen is small. As a result the screen size is bigger. Internet browsing, playing games or watching videos on these smartphones get unique experience. Smartphone looks great too.

According to Walton sources, the required speed of the new incoming phone is 1.2 GHz quad-core processor. There is 1 GB DDR 3 RAM. Used as a graphic to give animated video and gaming experiences. There are 8 GB of storage available to save the files. Which can be extended up to 32 GB via micro SD card.

The Android Nugget 7.0 operating system has the power backup required for the 2100 millipede Li-ion battery.

The 5 megapixel camera with BSI sensor behind this smartphone. With LED flash it will be possible to get clear photos or videos in light or dark. In addition to the normal mode of cameras, photos can be taken in manual, panorama, HDR, GIF, frame, cine and filter modes. 2 megapixel front camera is available for cellphones and video calls. Other features include Face Detection, Face Beauty, Digital Zoom, Self-Timer etc.

Two sims can be used simultaneously in 3G supported phones. There are Wi-Fi, Bluetooth version 4, LAN Hotspot, OTA, OTG and Micro USB 2, for connectivity. The sensor is A-GPS navigation and Accelerometer (3D). FM radio with HD video playback and recording facility as a multimedia feature. Other features include battery saver and spil screen.

Note that Walton Smartphones can be bought at all the Walton Plaza and 6 months EMI facility at 0% of interest on the brand and retail outlets of the country. At the same time there is a chance to buy a 12 month installment facility. A wide range of service network is available for best selling services.

For more information, contact Walton's Customer Care. From any mobile and landphone, call 096131316267 or mobile number 16267. Walton website can visit www.waltonbd.com.

Would you like to add some points ?

Then comment And also Follow Me

বাজারে এলো দেশে তৈরি প্রথম ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোন

ওয়ালটন বাজারে ছাড়লো বাংলাদেশে তৈরি নিউ জেনারেশন ১৮:৯ রেশিওর প্রথম স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো ইএফ৭’। এটিকে দেশের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোন বলছে ওয়ালটন। ৪.৯৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ প্লাস ডিসপ্লের ফোনটির পর্দার রেজুলেশন ৯৬০ বাই ৪৮০ পিক্সেল। রয়েছে ২.৫ডি কার্ভড গ্লাসও।

দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ফোন ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে মিলছে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত স্মার্টফোনটি। যার মূল্য ধরা হয়েছে মাত্র ৪ হাজার ৪৯৯ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন ডিভিশন (মার্কেটিং) প্রধান আসিফুর রহমান খান জানান, দেশের বাজারে ‘প্রিমো ইএফ৭’ হচ্ছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোন। এটি তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়। এটি দেশে তৈরি প্রথম ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোন। আকর্ষণীয় ডিজাইনের

ফোনটি কালো, সোনালি, ধূসর এবং মেটালিক গোল্ড- এই চারটি ভিন্ন রঙে বাজারে ছাড়া হয়েছে।

তিনি আরো জানান, বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন ক্রয়ের ৩০ দিনের মধ্যে যেকোনো ধরনের ত্রুটিতে সঙ্গে সঙ্গে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন।

তাছাড়া, স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা তো থাকছেই।

ওয়ালটন সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর আরিফুল হক রায়হান জানান, সাধারণ স্মার্টফোনে ডিসপ্লের রেশিও থাকে ১৬:৯। এতে পর্দার ওপরে ও নিচে ফোনের ফ্রেম থাকে বড়।

ফলে পর্দা আয়তনে ছোট হয়। কিন্তু ১৮:৯ রেশিওর ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোনের পর্দার ওপরে ও নিচের ফ্রেম ছোট থাকে। ফলে পর্দা আয়তনে বড় হয়। এসব স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজিং, গেম খেলা কিংবা ভিডিও দেখায় গ্রাহক পান অনন্য অভিজ্ঞতা। স্মার্টফোনটি দেখতেও দারুণ আকর্ষণীয় লাগে।

ওয়ালটন সূত্রে জানা যায়, নতুন আসা ফোনটির প্রয়োজনীয় গতি নিশ্চিতে আছে ১.২ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর। রয়েছে ১ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম। প্রাণবন্ত ভিডিও ও গেমিং অভিজ্ঞতা দিতে গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি-৪০০। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে রয়েছে ৮ গিগাবাইট স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অ্যান্ড্রয়েড নূগাট ৭.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির প্রয়োজনীয় পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ২১০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

এই স্মার্টফোনের পেছনে রয়েছে বিএসআই সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এলইডি ফ্ল্যাশ থাকায় অল্প আলো বা অন্ধকারে স্পষ্ট ছবি বা ভিডিও তোলা সম্ভব হবে। ক্যামেরায় নরমাল মোড ছাড়াও ম্যানুয়াল,

প্যানোরমা, এইচডিআর, জিআইএফ, ফ্রেম, সিন ও ফিল্টার মোডে ছবি তোলা যাবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেস ডিটেকশন, ফেস বিউটি, ডিজিটাল জুম, সেলফ টাইমার ইত্যাদি।

থ্রিজি সাপোর্টেড ফোনটিতে একসঙ্গে ব্যবহার করা যাবে দুটি সিম। কানেক্টিভিটির জন্য আছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভার্সন ৪, ল্যান হটস্পট, ওটিএ, ওটিজি ও মাইক্রো ইউএসবি২ সুবিধা। সেন্সর হিসেবে রয়েছে এ-জিপিএস

নেভিগেশন ও অ্যাকসিলারোমিটার (থ্রিডি)। মাল্টিমিডিয়া ফিচার হিসেবে আছে এইচডি ভিডিও প্লে-ব্যাক ও রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ব্যাটারি সেভার ও স্পিল্ট স্ক্রিন।

উল্লেখ্য, দেশের সব ওয়ালটন প্লাজা এবং ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধায় কেনা যায় সব মডেলের ওয়ালটন স্মার্টফোন। একই সঙ্গে ১২ মাসের কিস্তি সুবিধায়ও কেনার সুযোগ থাকছে। সর্বোত্তম বিক্রয়োত্তর সেবার জন্য রয়েছে দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক।

আরো জানতে যোগাযোগ করুন ওয়ালটনের কাস্টমার কেয়ারে। যেকোনো মোবাইল এবং ল্যান্ডফোন থেকে ০৯৬১২৩১৬২৬৭ নম্বরে অথবা মোবাইল থেকে ১৬২৬৭ নম্বরে কল করে। ভিজিট করতে পারেন ওয়ালটনের ওয়েবসাইট www.waltonbd.com।

Would you like to add some points ?

Then comment And also Follow Me