মেয়েরা ইন্টারনেট জগতে বিচরণ করো, তোমাদের নিরাপত্তা দেবে সরকার : মোস্তাফা জব্বার
‘পারিবারিক জীবন মেয়েকে কেন্দ্র করে গড়ে উঠে। ডিজিটাল যুগে মেয়েদের ওপরে নানান প্রতিবন্ধকতা থাকে। যারা মনে করেন মেয়েদের হাতে স্মার্টফোন দেওয়া উচিত নয়, আমি তার বিরোধিতা করি। কারণ পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরির নাম ইন্টারনেট। এখান থেকে তাদের বঞ্চিত করা ঠিক নয়। মেয়েদের হাতে স্মার্টফোন দেয়া উচিত। আর রাষ্ট্রের উচিত তার নাগরিকদের নিরাপত্তা দেওয়া।’ আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।
মেয়েদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের পাশে দাঁড়াবে রাষ্ট্র। তোমরা ইন্টারনেট জগতে বিচরণ করো। তার নিরাপত্তা দেবে রাষ্ট্র ও সরকার। শুধু একটি বিষয় সতর্ক থাকবে, নিরাপত্তা। নিজের নিরাপত্তার বিষয় কর্মশালায় বলে দেওয়া হবে। তুমি বিপন্ন হলে কোথায় অভিযোগ দেবে তা তুমি এ কর্মশালায় জানবে। এজন্য এ কর্মশালায় মেয়েদের বাছাই করে নিয়েছি।
এসময় তিনি আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন চূড়ান্ত করা হয়েছে। সামনের অধিবেশনেই সংশোধন করা ডিজিটাল নিরাপত্তা আইন পাশ করা হবে। আজিমপুর গার্লস স্কুলের মধ্য দিয়ে সারাদেশের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল নিরাপত্তায় মেয়েদের সচেতনতা শীর্ষক কর্মশালা শুরু করা হলো।