1000 DAYS OF STEEM— THE DIARY GAME : DATE 22/08/2020 Hot Items in the Market

Hot Items in the Market (Face Mask)

Assalamu Alaikum, I woke up very early this morning. Today, Saturday, August 22, I woke up very early in the morning. I woke up and went out for a little morning walk. Exercise is not done for a long time. The body needs to be kept a little healthy. I came home and took a rest, took a bath after 10 minutes. Then I ate breakfast.

IMG_20200822_142356.jpg

Face Mask

IMG_20200822_142359.jpg

Face Mask Offer

বাজারের হট আইটেম

আসসালামু আলাইকুম, আজকে খুব সকালে ঘুম ভাঙলো। আজ শনিবার ২২ই আগস্ট খুব সকালেই ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে একটু মর্নিংওয়াকে জন্য বাইরে বের হলাম। অনেকদিন শরীরচর্চা করা হয়না। শরীরটাকে একটু সুস্থ রাখা দরকার। বাসায় এসে একটু রেস্ট নিলাম, 10 মিনিট পরে গোসল করলাম। এরপর সকালের নাস্তা সকালের নাস্তা খেলাম।
IMG_20200822_142350.jpg

Noodles

There were noodles for breakfast this morning. Today's noodles are not very good to eat, again not very bad. The salt was a little less, the fuel was a little more. Besides, everything else was fine. There was a wonderful smell coming from this perfume because the noodles used spices. After breakfast I got ready for the office and slowly left the house for the office. There was not a lot of traffic jam today, maybe the governments are closed on Friday-Saturday, that's why I reached the office very early.

আজকে সকালের নাস্তায় ছিল নুডলস। আজকের নুডলস খাওয়া খুব ভাল নয়, আবার খুব খারাপও নয়। লবণটি কিছুটা কম ছিল, জ্বালানী ছিল আরও কিছুটা। তদ্ব্যতীত, সমস্ত কিছু ঠিক ছিল। এই আতর থেকে একটি দুর্দান্ত গন্ধ আসছে কারণ নুডলস মশলা ব্যবহার করেছিল। নাস্তা খাওয়া হয়ে গেলে অফিসের জন্য রেডি হলাম এবং আস্তে আস্তে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রওনা দিলাম। আজকে খুব একটা ট্রাফিক জ্যাম ছিল না হয়তো শুক্র-শনি সরকারগুলো বন্ধ থাকে এই জন্যই খুব তাড়াতাড়ি আমি অফিসে পৌঁছে গেলাম।

There are some new jobs in the office and some online work to be completed today, there will be a deadline very soon. After working in the office, I went out for lunch and had a simple lunch. After lunch I came back again but when I came back I finished the rest of the work and left the office for home. I don't know how seven or eight hours went by. I think the office was an hour ago.

অফিসে কিছু নতুন কাজ এসেছে এছাড়া অনলাইনের কিছু কাজও আজকে শেষ করতে, হবে খুব তাড়াতাড়ি ডেডলাইন। অফিসের কাজ করে দুপুরে লাঞ্চ করার জন্য বেরোলাম সাদামাটা লাঞ্চ করলাম। লাঞ্চ করে আবারো ফিরে আসলাম তবে ফিরে এসে বাকি কাজগুলো শেষ করে অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। কিভাবে সাত-আট ঘণ্টা সময় চলে গেল টেরই পেলাম না মনে হল ঘন্টাখানেক আগে অফিস।
IMG_20200822_142351.jpg

The Sun Rises

Today I have to do some shopping so I went to the shopping mall to buy some essentials and then I will leave for home. The hot item in the market is the face mask, which is not to say that there is no end to the offers in the market. If you buy two, you will get one for free, sometimes with one or one for free.

আজকে কিছু শপিং করতে হবে তাই শপিং মলে গেলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের ক্রয় করে এরপর বাসার উদ্দেশ্যে রওনা হব। বাজারের হট আইটেম মুখের মাস্ক, যার কথা না বললেই নয় তাই বলছি বাজারে তো অফারের শেষ নেই কখনো দুইটা কিনলে একটা ফ্রি, কখনো বা একটার সাথে একটা ফ্রি, আজকে দেখছি বাজারে চলছে আজকে দিয়েছে 100 টাকা ছাড়।

I bought some cakes, ice cream making equipment, Savlon everything. Maybe in a day or two we will see how homemade ice cream is made!

কিছু কেক, আইসক্রিম তৈরি করার সরঞ্জাম, স্যাভলন সবকিছু শপিং করে নিলাম হয়তো দু-এক দিনের মধ্যেই আমরা দেখতে পাবো কিভাবে তৈরি করা হয় বাসায় তৈরি আইসক্রিম !

IMG_20200822_142357.jpg

Shopping

Sort:  

Good writing bro, keep it up.