THE DIARY GAME : 16/08/2020 : Awareness for everyone

সবার জন্য সচেতনতা

ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হলো, জানিনা কেন? হয়তো আবহাওয়া টা ঠান্ডা ছিল, সারারাত অল্প অল্প বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে। আমি সকালের নাস্তা খেয়ে অফিসের জন্য রেডি হলাম। রাস্তায় প্রচুর ট্র্যাফিক জ্যাম ছিল কারণ গতকালকে বাংলাদেশ 15 ই আগস্ট এর জন্য সরকারি ছুটির দিন ছিল এবং অনেক মানুষ ঈদের কারণে দেশে গিয়েছিল তারা ফিরতে শুরু করেছে । এখন বৃষ্টির মধ্যে আমার কোন কিছুই করার নাই অফিসে যেতেই হবে।
IMG_20200816_131707.jpg

IMG_20200816_144802.jpg

আজকে বিশেষ কোন দিন নয় আবার আমার জীবনে ঘটে গেছে এমন বিশেষ কোনো ঘটনা নেই তারপরেও কিছু সচেতনতা জন্য আজকে ডাইরিটি উল্লেখ করতেছি ।যখন আমরা গণপরিবহনে কোথাও যাতায়াত করি অনেকই মুখে মাস্ক পরে না। শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে কত লোক মারা যাচ্ছে তবু কেন আমাদের মধ্যে সচেতনতা আসছে না? কিছু কিছু শপিং মল এবং ফাস্টফুডের খাবারের দোকান গুলোতে তারা হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে এবং জীবাণুমুক্ত করার জন্য তরল পানীয় ব্যবহার করার মেশিন যা খুবই ভালো।

IMG_20200816_140356.jpg

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে বাংলাদেশ গত 24 ঘন্টায় মারা গিয়েছে 32 জন এটা হচ্ছে অফিশিয়ালি রিপোর্ট কিন্তু এর চেয়ে অনেক বেশি লোক মারা গেছে এবং নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে 3657 জন এটা মোটামুটি কম না এরপর মানুষের মধ্যে সচেতনতা আসেনা! সামান্য একটু সচেতনতা না করার জন্য থেমে যেতে পারে আমাদের জীবন। হতে পারে সেটা পুরো পরিবারের জন্য সারা জীবনের জন্য কান্না।
IMG_20200816_141304.jpg

শুধু মুখে মাক্স ব্যবহার করা এবং মানুষের থেকে একটা নিরাপদ দূরত্ব রেখে চলাচল করা এবং কোন কিছু যদি কোন কিছু যদি স্পর্শ করি সে ক্ষেত্রে আমাদের আগে এবং পরে হাতটাকে জীবাণুমুক্ত করে নিতে হবে এই তিনটি বিষয় খেয়াল করলেই আমাদের চলে কিন্তু আমরা সচেতন হচ্ছি না আর কত মৃত্যুর মিছিল দেখলে আমরা সচেতন হব হব? এই প্রশ্নটা আপনাদের সবার কাছে রইল।

Translated into English

Awareness for everyone

It's a little late to wake up today, I do not know why? Maybe the weather was cold, it rained a little all night and it's still raining. I ate breakfast and got ready for the office. There was a lot of traffic jam on the road because yesterday was a public holiday for Bangladesh 15th August and many people who went to the country due to Eid have started returning. Now in the rain I have nothing to do, I have to go to the office.

Today is not a special day and there is no special event that has happened in my life. However, I am mentioning the diary today for some awareness. When we travel somewhere on public transport, many do not wear face masks. How many people are dying not only in Bangladesh but in the whole world but why is there no awareness among us? In some shopping malls and fast food outlets they use hand sanitizer and liquid drink disinfection machine which is very good.

According to the World Health Organization, 32 people have died in Bangladesh in the last 24 hours. This is an official report but more people have died and 3657 people have been newly infected with the disease. Our lives can stop for a little bit of awareness. Maybe it's a lifelong cry for the whole family.

All we have to do is use a face mask and walk at a safe distance from people and disinfect our hands before and after touching anything, but we are not aware of how many death marches. Will we be aware if we see? This question remains with all of you.

Sort:  

Support for 500SP Minnowsupport Program.
You have been upvoted by cryptokannon, Steem Greeters from STEEM POD Project and we are voting with the Steemit Community Curator @steemcurator03 account to support the newcomers coming into steemit and 500SP Minnowsupport Program 500SP Minnowsupport Program


Follow @steemitblog for the latest update on Steem Community and come join our #thediarygame Season 2 you can get steem for commenting too with our #onepercent
Steem on!


I really like the process of giving you this upvote to new comers and I am very happy when I see the Steemit Community Curator @steemcurator01 @steemcurator02 or @steemcurator03 giving upvote in my post. Thank you so much!