THE DIARY GAME : 17/08/2020 : Meet with One Old Friend

in #the1000daysofsteem4 years ago (edited)

Meet with One Old Friend

Assalamu Alaikum woke up very early this morning. After the Fajr prayers, I could not sleep. I have heard that after the Fajr prayers, the wind of Paradise begins to blow. That is why we feel so relieved. In other words, the breath of disbelief does not come in the air at this time, they are unconscious when they are fast asleep. That's why the air is so cold. However, I have not come here to discuss religion.
IMG_20200817_144805.jpg

Breakfast was not made this morning. I need to have breakfast outside. Apa is sick. I took a bath and left for the office in my office clothes. There wasn't much of a traffic jam on the road, it was a little less crowded because of the corona virus but those in urgent need had no way out.

I went to a restaurant near the office and had breakfast. I had breakfast with beef and parota and then left for the office. When I go to the office, I see that the boss has not come yet. It is very good. If the boss cannot reach the previous office, the boss always scolds him. Today there is no work pressure so old tasks have to be re-arranged and any client in the office actually has to give them time.

IMG_20200817_144804.jpg

I went to meet a friend after office holidays. I don't see my friend for many days. Another new terminal at that airport is working there. I saw that they are very good. They don't have as much tension as we do. After a long time, a friend who met me gave me a light breakfast. Many stories are about doing this in the evenings. I ran towards the house and came to the road and saw that there was no car, I got in trouble.

IMG_20200817_144803.jpg

Nothing significant has happened in this day and age. Normally waking up, going to the office, coming home from the office to watch TV, busy with Facebook. I have been joining the new Stemate platform for a week now. It is becoming like an addiction after a while, it doesn't feel good if it doesn't work.

এক পুরানো বন্ধুর সাথে দেখা

আসসালামু আলাইকুম আজকে খুব সকালে ঘুম ভেঙ্গে যায়। ফজরের নামাজের পর আর ঘুম আসেনি । শুনেছি ফজরের নামাজের পর জান্নাতের বাতাস প্রবাহিত হতে থাকে। এজন্য আমরা এত স্বস্তি বোধ করি। অন্যভাবে বলতে গেলে এ সময়ে অবিশ্বাসের নিঃশ্বাস বাতাসে সময় আসে না তারা গভীর ঘুমে তখন অচেতন থাকে। এজন্য বাতাসে এত ঠান্ডা থাকে যাইহোক এখানে আমি ধর্ম নিয়ে কোন বিতর্ক করতে আসিনি।
IMG_20200817_144805.jpg

আজকের সকালের নাস্তা তৈরি হয়নি । আমাকে বাইরে সকালের নাস্তা খেতে হবে। আপা অসুস্থ । আমি গোসল করে অফিসের পোশাক পরে অফিসের দিকে রওনা হলাম । রাস্তায় খুব একটা জ্যাম ছিলনা, এটা করোনাভাইরাস এর কারণে মানুষ একটু বাইরে কম হয় কিন্তু যাদের জরুরী দরকার তাদের কোন উপায় নেই বাইরে বের হতেই হবে।

অফিসের কাছাকাছি গিয়ে একটি রেস্টুরেন্টে আমি সকালের নাস্তা খেয়ে নিলাম। গরুর মাংস, পরোটা দিয়ে সকালের নাস্তা করলাম এরপর রওনা হলাম অফিসের। অফিসে গিয়ে দেখি বস এখনো আসেনি এটা খুবই ভালো বসের আগের অফিসে পৌঁছতে না পারলে বস সবসময় গালমন্দ করে। আজকে কাজের চাপ নেই তাই পুরনো কাজগুলো আবার গুছিয়ে রাখতে হবে এবং অফিসে কোনো ক্লাইন্ট আসলে তাদেরকে সময় দিতে হবে।

IMG_20200817_144804.jpg

অফিস ছুটির পরে এক বন্ধুর সাথে দেখা করতে গেলাম। অনেক দিন বন্ধুর সাথে দেখা হয় না। সেই এয়ারপোর্টের নতুন আরেকটা টার্মিনাল হচ্ছে সেখানে কাজ করে। দেখলাম তারা খুব ভালোই আছে। আমাদের মত তাদের এত টানাটানি নেই। অনেকদিন পর বন্ধুর সাথে দেখা বন্ধু আমাকে হালকা নাস্তা করালো। অনেক গল্প হল এই করতে করতে সন্ধ্যা সন্ধ্যা গড়িয়ে রাত। আমি বাসার দিকে ছুটলাম রাস্তায় এসে দেখি গাড়ি নেই, ঝামেলায় পড়লাম এখন একটু রাত বেশি হলে রাস্তায় গাড়ি পাওয়া যায় না।

IMG_20200817_144803.jpg

আজকের দিনটিতে বলতে গেলে তেমন উল্লেখযোগ্য তেমন কিছুই হয়নি।স্বাভাবিকভাবেই ঘুম থেকে ওঠা, অফিস যাওয়া, অফিস থেকে ফেরা বাড়িতে এসে টিভি দেখা, ফেসবুক নিয়ে ব্যস্ত। সপ্তাহখানেক ধরে নতুন স্টিমেট প্ল্যাটফর্মের জয়েন করেছি একটু সময় দেই একটা নেশার মতো হয়ে যাচ্ছে, কাজ না করলে ভালোই লাগে না।

Sort:  

Support for 500SP Minnowsupport Program.
You have been upvoted by cryptokannon, Steem Greeters from STEEM POD Project and we are voting with the Steemit Community Curator @steemcurator03 account to support the newcomers coming into steemit and 500SP Minnowsupport Program 500SP Minnowsupport Program


Follow @steemitblog for the latest update on Steem Community and come join our #thediarygame Season 2 you can get steem for commenting too with our #onepercent
Steem on!

Thank you so much Steemit Community Curator @steemcurator03 support the newcomers coming into steemit and 500SP Minnowsupport Program.

Happy man Ha ha

image.png