The diary game: 04/08/2020

in #thediarygame4 years ago (edited)

আসসালামু আলাইকুম ।
শুভ সকাল। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমার স্টিমেট দ্বারা দৈনিক ডায়েরি গেমের দ্বিতীয় দিন।

স্টিমিট এ আমন্ত্রণ জানানোর জন্য @toufiq777 কে ধন্যবাদ ।

আজ মঙ্গলবার ।আগস্ট 4 2020 ।

আজ ভোর পাঁচটায় আমি ঘুম থেকে উঠি । ঘুম থেকে উঠে ওযু করে আমি ফজরের নামাজের জন্য তৈরি হই । ফজরের নামাজ শেষে আমি বাসায় ফিরে আসি ।

IMG_20200804_081556.jpg

সকালের আকাশ

অন্যদিনের তুলনায় আজকের সকালটা অনেক সুন্দর ছিল । প্রতিদিনের মত আজকেও সকালের রোদে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। কারণ সকালের রোদে ভিটামিন ডি থাকে যা আমাদের শরীরের হাড় এবং দাঁত মজবুত করতে সহায়তা করে । আর এটা আমার প্রতিদিনের রুটিনের অন্যতম একটি কাজ যা আমি কখনো ভুলে যাই না।

তারপর আমি হাত মুখ ধৌত করে সকালে নাস্তার জন্য প্রস্তুত হই। তারপর আমি আমার ভাতিজি সহ সকালের নাস্তা গ্রহণ করি । সকালের নাস্তা শেষ করার পরে আমি একটু বিশ্রাম নেই।

বিশ্রাম শেষে এগারোটার সময় আমি মাঠের দিকে রওনা হই। মাঠে পৌঁছে আমি আমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করি। তারপর আমায় ক্রিকেট নিয়ে আলোচনা শুরু করলাম। আলোচনা শেষে আমরা ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করলাম। তাই আমরা সকলে ক্রিকেট খেলার সরঞ্জাম গুলো সংগ্রহ করলাম। তারপর আমরা দুই দলে বিভক্ত হয়ে ক্রিকেট খেলা শুরু করলাম। ক্রিকেট খেলার সময় আমরা অনেক আনন্দ ও মজা করলাম ।

ক্রিকেট খেলা শেষ করে আমি বাসায় ফিরে আসি। বাসায় এসে গোসল করে জোহরের নামাজের জন্য মসজিদে যাই। নামাজ আদায় শেষ করে আমি আবার বাসায় ফিরে আসি । তারপর আমি আমার দুপুরের খাওয়ার জন্য প্রস্তুতি নেই । দুপুরের খাওয়া শেষ করে আমি বিশ্রাম নেই ।

Screenshot_2020-08-04-15-18-27-127_com.mxtech.videoplayer.ad.jpg

গান শুনি

Screenshot_2020-08-04-15-10-36-035_com.mxtech.videoplayer.ad.jpg

গান শুনি

বিশ্রাম শেষে হাতমুখ ধুয়ে পরিষ্কার হয়ে নেই । তারপর আমি আমার মোবাইলে গান শুনি । কিছুক্ষণ গান শোনার পর আমি আমার মোবাইলে গেম খেলি। গেম খেলা শেষ করে আমি মোবাইলে ফেসবুক ব্যবহার করি। তারপর আসরের আযান কানে ভেসে আসে। তাই ওযু করে আমি নামাজের জন্য মসজিদের দিকে রওনা দেই।

নামাজ শেষে আমি আমার বন্ধুদের সঙ্গে পুকুর পাড়ে বসে আড্ডা দেই। আড্ডা দেওয়ার সময় আমরা তিন বন্ধু মোবাইলে লুডু খেলতেছিলাম। লুডু খেলে আমি দুটো ম্যাচ জিতলাম ।লুডু খেলা শেষ করে আমরা মসজিদের দিকে রওনা দিলাম। পথিমধ্যেই মাগরিবের আযান শুরু হয়ে যায়। আমরা মসজিদে পৌঁছে অজু করে নামাজ আদায় করি। তারপর আমি আমার বাসায় চলে আসি । বাসায় এসে হালকা নাস্তা খেয়ে ব্যবহারিক খাতা লিখতে শুরু করি।

ব্যবহারিক খাতা লেখা শেষ করে আমি আমার ভাতিজির সঙ্গে খেলা করি। তার সাথে খেলা শেষে আমি এশার নামাজের জন্য মসজিদে যাই । নামাজ আদায় করে আমি বাসায় ফিরে আসি। তারপর আমি রাতের খাবারের জন্য প্রস্তুত হই । রাতের খাবার শেষ করে আমি এক থেকে দুই কিলোমিটার পথ হাঁটতে শুরু করি । হাঁটতে হাঁটতে আমি চাঁদের ছবি তুললাম ।

তারপর আমি বাসায় ফিরে হাত মুখ ধৌত করি । এবং স্টিমিট এ আমি আমার দৈনিক ডায়েরি লিখতে শুরু করি ।এটি একটি খুব সুন্দর প্লাটফর্ম যেখানে আমরা প্রতিদিনের কাজকর্ম সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি ।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করি।
শুভ রাত্রি ।

ধন্যবাদ ।

#Bangladesh

Sort:  

খুব সুন্দর লিখেছেন ভাই। চালিয়ে যান।

এভাবে সাপোর্ট করবেন ভাই ইনশাল্লাহ লিখে যাব ।

Awesome post, Carry on bro

Thank you bro!

Thanks for sharing your diary with us,

Here is a little tips,

  • Try to share your photos separately instead of sharing those one by one

For more follow @steemitblog for the latest update on Steem Community such as some early tips!

Also join LUCKY 10S

greeting from @tarpan

Hello sobuj28!

Congratulations! This post has been randomly Resteemed! For a chance to get more of your content resteemed join the Steem Engine Team

Thank you so much.

Thank you for taking part in The Diary Game on Steem.

Sorry we missed the voting window on this post. An extra vote will be added to your next Diary Game post.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team