জীবনের প্রথম প্রেম (The first love of life)

in #travellove3 years ago (edited)

প্রত্যেক মানুষের জীবনে প্রথম প্রেমের কোন না কোন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। প্রেমের এই অভিজ্ঞতা কারো কারো ভালো আবার কারো কারো খারাপ। যত যা হোক না কেন এটা জীবনের একটা অংশ। সবার মত আমার এই প্রেমের অভিজ্ঞতা হয়েছে কিন্তু তা একটু ভিন্ন। বরাবরই আমি একটু ভ্রমন প্রেমিক। পাহাড় এ যাবার সৌভাগ্য আমার খুব কম এসেছে কিন্তু যখনই সুযোগ আসে আমি কখনো মিস করি না। বলেতে গেলে পাহাড়ই আমার প্রথম প্রেম।পাহাড়ে ভ্রমন করলে মনে হয়ে মনটা উজার করে মেঘের সাথে কোথাও চলে যাই । মনটায় একটা প্রশান্তি আসে। উঁচু থেকে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে মনে হয় জীবনের সময় টা এখানে থেমে রেখে দেই। আর আকাশ দেখলে মনে হয় মনটা কে মিশিয়ে দেই।
ভ্রমন আসলে মানুষের জীবনে আনে প্রশান্তি। তাই যখনই সুযোগ আসে কোথাও ভ্রমন করা আমি মিস করি না।
124383973_3220002191458665_95212841743552475_n.jpg

Every human being has to face some experience of first love in his life.This experience of love is good for some and bad for others.Whatever it is, it is a part of life .Like everyone else I have experienced this love but it is a little different. I've always been a little travel lover.I have rarely had the good fortune to go to the mountains but I never miss the opportunity.In fact, the mountains are my first love.When I travel in the mountains, I think I go somewhere with the clouds in my mind.A serenity comes to mind. Standing up and looking down, it seems that the time of life stops here.And when I see the sky, I think I mix the mind.
Travel actually brings peace in people's lives.So I do not miss the opportunity to travel anywhere.