ক্রিপ্টো টোকেন ট্রন (TRX) নিয়ে আমার কিছু মজার হবি

download.jpg

বর্তমানে অজস্র Crypto Token রয়েছে মার্কেটে । ব্লকচেইন টেকনোলজি এবং বিটকয়েন নিয়ে আমার পড়াশোনা এবং আগ্রহের সৃষ্টি হয় অনেক আগে থেকেই । আজ থেকে ১২ বছর আগে । ২০১০ সালের শেষের দিকে । কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হওয়ার সুবাদে তখন এসব ব্যাপারে বিশাল উৎসাহ ছিল আমার । পেপ্যাল একাউন্ট খুলি তখন । ফ্রীল্যাংসিং এ ক্যারিয়ার গড়ে তুলেছিলাম ২০১০ সাল থেকেই । পেপ্যাল আর মানিবুকার্স এর মাধ্যমে পেমেন্ট নিতাম । কারণ। এ দুটো ছাড়া আর কোনো পেমেন্ট গেটওয়ের নাম জানা ছিল না ।

এরপরে ২০১০ সালের শুরুর দিকে লিভারেজের সুবিধাযুক্ত অনলাইন ফরেক্স ট্রেডিং শুরু করি টুকটাক । তখনি জানতে পারি ফরেক্স ট্রেডিং বিশাল রিস্কি বাট প্রফিটেবল । বুঝে ট্রেড করলে লাভ আছে । ধীরে ধীরে আরো কিছু পেমেন্ট গেটওয়ের নাম জানতে পারি - লিবার্টি রিজার্ভ, পারফেক্ট মানি, ওকেপে সহ বেশ কিছু পেমেন্ট গেটওয়ের নাম । এগুলি কিন্তু পেপ্যাল এবং মানিবুকার্স এর মতো চার্জব্যাক এলাউ করতো না । ফলে একটি ট্রানসাকশান ছিল ফাইনাল। কোনো, অবস্থাতেই সেটিকে রিভার্স করা যেতো না ।

দারুন লেগেছিলো বিষয়টি । স্ক্যামারদের থেকে বাঁচার পথ খুঁজে পেলাম । পেপ্যাল , মানিবুকার্স এর মতো এতটা পপুলার না হওয়ার জন্য ফ্রীল্যানসিং এ এগুলো ইউজ হতো না তেমন একটা । বাট, ফরেক্স ব্রোকারদের মধ্যে পপুলারিটি ছিল বেশ । এমনি সময় OKPAY র হাত ধরে ফার্স্ট বিটকয়েন সম্পর্কে জানতে পারি ।

www.bitcoin.org তে ঢুকলাম । হোয়াইট পেপার টা ডাউনলোড করলাম । খুব ধৈর্য্য নিয়ে সেটা পড়ে শেষ করলাম । শেষমেশ বুঝতে পারলাম বিটকয়েন হলো এমনই একটা ডিসেন্ট্রালাইজড ডিজিটাল মানি যেটি সাকসেস হলে সারা দুনিয়ার মনিটারি সিস্টেম (Monetary framework) চেঞ্জ হয়ে যাবে । আর এর ব্লকচেইন টেকনোলজিটা এই শতাব্দীর শ্রেষ্ঠ একটা আবিষ্কার ।

তখন থেকেই ক্রিপ্টো টোকেন গুলো হলো নেশার মতো আমার । সংগ্রহ করতে ভালোবাসি । টাকার জন্য নয় । লাইফে ইন্ডিয়ান কারেন্সিতে একটা ক্রিপ্টো টোকেনও কিনিনি আমি । সফটওয়্যার ডেভেলপ করে যে অর্থ উপার্জন করেছি তার একটা অংশ দেশে না এনেই ক্রিপ্টো টোকেনে কনভার্ট করেছি ।

তবে, আমি কখনই আজে বাজে ক্রিপ্টো কয়েন সংগ্রহ করিনি । সব সময়ই বেস্ট ব্লকচেইনের উপরে নির্মিত ক্রিপ্টো টোকেনগুলিই লাইক করতাম । এই যেমন ট্রন ব্লকচেইন । একটি অসাধারণ ব্লকচেইন এটি । এত ফাস্ট, ফী-লেস বাট এত সিকিউরড ব্লকচেইন আর দুটি দেখিনি আমি । বিটকয়েন এর কথা আলাদা । ওটি চিরকালই বস । কিন্তু, altcoin হিসেবে আমার পছন্দের তালিকায় ট্রন জায়গায় করে নিলো খুব দ্রুত ।

এখন, আমি দুটি মজার হবি প্রোজেক্ট চালু করবো আমারবাংলা ব্লগ অথবা ট্রান্সফ্যানক্লাব এ । ট্রন নিয়ে ।

০১. ট্রন ষ্টেকিং : প্রতিদিন আমি একটা নির্দিষ্ট পরিমাণ ট্রন স্টেক করবো এক সপ্তাহ ধরে । যেমন-১০০ ট্রন স্টেক প্রতিদিন এক সপ্তাহ ধরে (100 TRX everyday for 7 continuous days :: DAY 01)
সতর্কবার্তা : আমি কোনোভাবেই আপনাদেরকে ট্রন বা NFT এবং যে কোনো ধরণের ক্রিপ্টো টোকেন কিনতে পরামর্শ দিচ্ছি না । ক্রিপ্টো টোকেন জমানোর মতো এই ধরণের হবি যথেষ্ঠ ধরণের ঝুঁকিপূর্ণ । মূলধন লস্ট করার সম্ভাবনা থাকে । আমি জাস্ট এখানে আমার নিজের হবি শেয়ার করছি । যদি কেউ এই ধরণের হবি করতে চান তবে সেটি সম্পূর্ণ নিজের রিস্কে করবেন ।

Sort:  

Your post was upvoted and resteemed on @crypto.defrag

You've got a free upvote from witness fuli.
Peace & Love!