আমাদের জীবনের উদ্দেশ্য কী

in #what6 months ago

আপনারা সবাই কেমন আছেন,আশা করছি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুল্লাহ আমি ও ভাল আছি । স্টিমেট এটা আমার প্রথম পোস্ট কোন বিষয়ে পোস্ট লিখবো বুঝতে পারতাছিনা । তবু ও লেখতে বসলাম।

What is the purpose of our life.png

আজকে আমার লেখার বিষয় হচ্ছে “আসলে আমাদের জীবনের উদ্দেশ্য কি” আমি অনেক সময় খেয়াল করেছি যে আমাদের অধিকাংশ মানুষ উদ্দেশ্য ছাড়াই চলাফেরা করি। মূলত সে জানেনা যে তার জীবনের উদ্দশ্য কি? বাংলায় একটা প্রবাদ আছে যে “উদ্দেশ্যহীন জীবন আর হাল বিহীন নৌকার সঠিক গন্তব্যে পৌঁছা দূরহ-ই শুধু নয় ; অসম্ভবও বটে”। আসলে কিন্তু তাই,ধরেন আপনার এক বন্ধ ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ারিং পড়ছে তাকে যদি আপনি প্রশ্ন করেন ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ারিংপাস করে কি করবে।সে বলবে আমি জানিনা,তাকে আবার প্রশ্ন করবেন তাহলে ইলেকট্রিক্যাল ইন্জিনিয়ারিংসাবজেট কেন নিছো, সে বলবে আমার বন্দু নিয়েছে তাই।

আসলে সে জানেনা তার জীবনের উদ্দেশ্য কি? মনে করেন একটি লোক হাঁটতে হাঁটতে একটি মোড়, আসলো । তখন সে অন্য আরেক জন লোককে বললো “ এই রাস্তাটা কোন দিকে গিয়েছে, ভাই?” পথিক তাকে বললো - “আপনি কোথায় যেতে চান ?” লোকটি বললো - “ যে কোন জায়গায় ।” তখন পথিক বললো- আপনি যে কোন রাস্তায় জান কোন সমস্যা হবে না। এখানে এই লোকটার কোন উদ্দেশ্য নাই ।লোকটা যে রকম কাজ করে, তাই সেই কাজগুলো কোন রকম পার্থক্য সৃষ্ট করে না; তার কোন গন্তব্য নেই । আর আমদের মধ্যে অনেকেই এই ভাবে জীবন - যাপন করেছে।

আল্লাহ রাব্বুল আলামিন যে, পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন কোন উদ্দেশ্য ছাড়া কি ? নিশ্চয় না, তা হলে আমাদের জীবনের উদ্দেশ্য জানিনা। আর জানার চেষ্টা ও কোন সময় করিনে। যেহেতু পরকালে আল্লাহর নিকট ফিরে যেতে হবে। তাই জীবনের উদ্দেশ্য কি সবাই খোজার অনুরোধ রইল ।

জানিনা পোস্টা আপনাদের কেমন লেগেছে । ভাল লাগলে জানাবেন,যেহেতু প্রথম পোস্ট ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । আল্লাহ আপনাদের সকলকে ভাল রাখুক আশা করি । ধন্যবাদ ………..

Sort:  
Loading...

Welcome to steemit. Well saw your profile congrats on achievement, I've followed your account, follow me back grow your community