অযথা ভেবে কি হবে

in #writer6 years ago

অযথা ভেবে কি হবে 

মানুষের একটি সহজ গুন হল যেকোন বিষয় নিয়া শুধু শুধু ভাবতে পারে । ভাবতে ভাবতে দিন শেষ করে ফেলে কিন্তু কাজের কোন হতিস নাই , এর নামই মানুষ । কাজ না করেই ভাবে এরই নাম মানুষ । যদি কেউ সঠিক কাজ করার জন্য পরিকল্পনা করে তাহলে ঠিক আছে । কিন্তু আমাদের দেশের মানুষ শুধু ভাবতে জানে আর কিছু করার ক্ষমতা নাই । 

কিন্তু যারা অতিরিক্ত চিন্তা করে এদের জন্য অনেক ক্ষতির দিক আছে । চিন্তা করলে সঠিক ঘুম হই না । তাড়াতাড়ি মাথার চুল পাকা  শুরু করে । চেহারা মলিন হইয়া যাই । দিন দিন শুকাই যাই । আসতে আসতে রোগা হইয়া যাই । এইটা শরীরের জন্য মারাত্মক ক্ষতি কর । এর জন্য চিন্তা না করে আমরা যদি কাজের ভিতরে সময় পার করি তাহলে সময় এবং মন দুইটাই খুব ভাল থাকবে । 

আমাদের পার্শ্ববতি দেশের মানুষ যেমন জাপান , ওরা এতোটাই পরিশ্রমি যে খারাপ চিন্তা করার কোন সময় নাই । সব সময় কাজের ভিতরে তাদের জীবন ডুবে থাকে । এবং সব দেশ থেকে ভিন্ন মাত্রাই এরা জীবন যাবন করে থাকে । তারা কাজের ভিতর অন্যতম মজা খুজে পাই । যা অন্ন দেশের মানুষ অলসতা দেখা যাই । তাদের জিবনের প্রথম দিন তাদের কাজ করতে হবে । এই জন্য দেশটি অন্ন দেশ থেকে এত আগাই যাচ্ছে । 

image source

আমাদের দেশের মানুষ যদি আমনটি ভাবত তাহলে অন্ন দেশ আমাদের দেশের পিছনে পড়ে থাকত । যেগুলো নিয়া ভাবলে মানুষের উপকার হয় সেই গুলো নিয়া ভাবেন । কিন্তু আমাদের দেশের মানুষ যে গুলো মানুষকে খারাপের দিকে ঠেলে দেই সেই গুলো নিয়া বেশি ভাবে । সর্বদা মানুষের উপকার এবং দেশের উন্নতি নিয়া ভাবা উছিদ । তাহলে মানুষ এবং দেশ একসময় অনেক উন্নত হবে । ধন্যবাদ 

Sort:  

i also agree with you. thanks to share your valuable and motivational speaking @dipjol

thank you so much for your good comments

Congratulations @dipjol! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 500 upvotes. Your next target is to reach 1000 upvotes.

Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @steemitboard:

SteemWhales has officially moved to SteemitBoard Ranking
SteemitBoard - Witness Update

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!