Writing short Story about my life
আমার জীবন
শীতের সকালে সবুজ ঘাশের উপর জমে থাকা মুক্ত দানার ন্যায় শিশির বিন্দু গুল দেখতে আমার খুব ভাল লাগে।শিশির বিন্দু গুল জমতে জমতে ্যখন ঠিক মুক্ত দানার ন্যায় ভেষে উঠে ঠিক তখনি সোনালি রদ্দুর উকি দেয় পৃথিবীতে, আর মৃত্যু হয় শিশিরের।খুব ক্ষণিকের জন্য অরা পৃথিবীতে বেঁচে থাকে তো তাই হয়তো অদেরকে দেখতে এতটা ভাল লাগে।যদি জন্ম জন্মান্তরের জন্য বেচে থাকতো তাহলে হয়তো এতটাও ভাল লাগতো না।
শিশির আমার খুব ভাললাগে । মাঝে মাঝেই খুব সকালে শিশিরে পা ধুইয়ে আস্তে ইচ্ছা করে।কিন্তু যেই যাই পা ভেজাতে তো ইচ্ছা করেই না বরং মনটা খুব খারাপ হয়ে যায়।আর খুব কান্না পায়।মনে হয় আমার জীবন টাও অনেক টা শিশিরের মতন। লোকের মুখে গল্প শুনেছি ভালবাশা নাকি এক ওমোঘ প্রার্থনার বস্তু।যা জন্ম জন্মান্তরের সাধনার ফল।ভালবাশার রংটা নাকি শুধুই রঙ্গিন। ভলবাশাই আছে নাকি শুধুই সুখ আর আনন্দ।কিন্তু আমার জীবন টা কেন এমন?যেখানে আছে সুধু বেদনা। রিক্ত হৃদয় সবসময় চেয়ে থাকে মৃত্যুর মুখদরপনে।
আজ ২৭ শে এপ্রিল আজ দিনটা আমার জন্য খুব স্পেশাল।সত্যিই কি তাই? আজ দিনটা সব থেকে অনাকাংখিত অভিশপ্ত । এই দিনটার জন্য আজ আমি এখানে দাড়িয়ে।যেখানে চারিদিকটাই আর একটা দ্বীপে আমি দাড়ীয়ে আছি যার চার পাশটা আস্তে আস্তে ধ্বসে যাচ্ছে, তবু আমি দাঁড়িয়ে আছি তলিয়ে যাব তাই অতল গহিনে।
Source
জীবনটাকে হয়তো কখনও ভালবাশ্তে পারিনি।তাই হয়ত আজ আমি এখানে।সোনালি রদ্দুর মৃদু হয়ে গোধুলি লগ্নে রুপান্তর হউয়ার সময় এসে গেছে।পড়ন্ত বিকেলে পাশাপাশি হাটবার মত আজ কেউ নেই।আমি চলছি অনন্ত পথে কখন সন্ধ্যা ঘনিয়ে আসবে? আর আমি অন্ধকারে আমার চখের কোনে জমে থাকা শিশির টাকে মুছে ফেলব।কখন লুকিয়ে ফেলব এই অমলিন মুখটাকে। রাত জাগা পাখির মত জেগে থাকতে থাকতে চোখের নিচটা কেমন জানি আমার জীবনের প্রতিচ্ছবির মত অন্ধকার হয়ে গেছে।ঘুমটাও এখন বড্ড বেশি পর হয়ে গেছে।আমার কাছে আসতেই চাই না।কেবলি দূর থেকে উকি দিয়ে চলে যায়। আর স্বপ্ন সেতো এখন খুব অচেনা।সে আমাকে দেখলেই ভয় পাই। তবু আমি বেচে আছি জানিনা কোন সে আশাই।আশাটা হয়তো এখনও বুকের এক কোনে লুকিয়ে বেচে আছে ।তাকে যত্ন করার মতো কেউ নাই।হয়ত বেচে থাকব আরও কিছুটা সময়।দেখে যাব হয়ত তোমার অবিনাস।ভাল থেকো আর ভুল করে ফেলে আসা সৃতি টাকে বিচরন করনা।
Source
এইতো আমার জীবন
fantastic photo
ভাইয়া আপনার পোষ্টটি খুব ভালো লেগেছে আমি বিশ্বাস করতে পারতেছিনা বাংলাদেশি একজন মানুষ steemit এত ভাল কাজ করতেছে আপনি যদি আমাদের কিছু উপদেশ দিতেন যাতে আমরা ভবিষ্যতে steemit থেকে খুব ভালো টাকা ইনকাম করতে পারি
wow. nice post
This post, with over $50.00 in bidbot payouts, has received votes from the following:
postpromoter payout in the amount of $173 STU, $363 USD.
booster payout in the amount of $41 STU, $86 USD.
upme payout in the amount of $8 STU, $17 USD.
For a total calculated bidbot upvote value of $222 STU, $467 USD before curation, with approx. $55 USD curation being earned by the bidbots.
This information is being presented in the interest of transparency on our platform @zannat and is by no means a judgement of your work.
your life story is very clourful
You got a 22.93% upvote from @postpromoter courtesy of @zannat!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!
If you take all the vote then what we will do? you sent 80 sbd for this post. What the heck where we will go if you take all the vote?
Nice story...
You have a good writing skill. But there was lots of spelling mistakes. Be sure to proof read before posting. Like-
সৃতি, ভালবাশ্তে, কেবলি, just a few.
No criticism, just some advice to make ourselves better. Good luck to all my fellow countrymen.
This post has received a 16.77 % upvote from @booster thanks to: @zannat.