de3p (25)in #poetry • 3 years agoকালজয়ীযখন আমার মনের নদী অনেক যুগের পরেও কবিতা হয়ে বলবে কথা অচেনা কোনো কানে মৃত্যু আমায় পারেনি ছুঁতে —ভালবাসাও অক্ষয়…de3p (25)in #poetry • 3 years agoঝরা পাতার গানতার ঢেউয়ের স্রোতে উথলী পাতাল আমার সময় নদী তাকে ছুঁবো বলে বন্দি তালায় আমার জীবন আজি তার ঘাসের মাঠে পাগল দোলা…de3p (25)in #poetry • 3 years agoমাটিএই মাটির পৃথিবীতে জন্ম আমার মাটিই ধুলো হয়ে উড়ছে দিগ্বিদিক মরুভূমি জুড়ে ছড়িয়ে রেখেছে বালি আর কাঁকর হয়ে পাহাড়ি…