মাটি

in #poetry3 years ago

এই মাটির পৃথিবীতে জন্ম আমার
মাটিই ধুলো হয়ে উড়ছে দিগ্বিদিক
মরুভূমি জুড়ে ছড়িয়ে রেখেছে বালি
আর কাঁকর হয়ে পাহাড়ি নদীর তির।

জগৎ জুড়ে বর্ষা ঝরিয়ে এবার
মাঝ সমুদ্রে হলো প্লাঙ্কটনের খাবার
তারাই যোগায় অক্সিজেন দেখো
করছে আমার বাঁচার শ্বাস জোগাড়।

বলে যারা শুধু গাছ লাগতে থাকো
তবেই হবে নাকি সব সমাধান,
তাদের বলো সমুদ্দুরের কথা
তবেই বাঁচবো আমরা আগামি কাল।

সাগরটাকে নোংরা করে আজ
গড়ছে এক পাগল মানব জাত,
একচালাটাকে ভাগ করেছে যেমন
ভাগ করেছে মানুষ মানুষে আজ।

ধুলোয় গড়া সভ্যতা সব
ধুলোই আমার মানায়
ছোট্টো ছেলে দৌড়ে স্কুল
লাগিয়ে ধুলো মাতায়।

সেই ধুলো কাদা মেখে চাষী
করলো যে তোর ক্ষুদা ভরন
আজকে যবে চাইছে তোদের
তোরাই মুখ ঘুরালি তখন?

খড়ের উপর চাপিয়ে মাটি
সেই মাটিতেই আঁকছি মা কে
মায়ের পুজো মানায় না রে
অবৈজ্ঞানিক আর অন্ধ সেজে।

আমার মা ছড়িয়ে ছিটিয়ে
প্রত্যেকটি ধুলোর কনায়
বাস ভালো তুই ধরিত্রী আজ
না করে আর মিছে অভিনয়।

মহালয়া
🌼

ধূমকেতু ২.০

#IPCCReport2021

screenshot_20211006-072229-01-01.jpeg

screenshot_20211006-210110-01.jpeg

screenshot_20211006-205851-01.jpeg

csxceychxyg_slide_1.-01.jpeg

screenshot_20211006-205249-01.jpeg

screenshot_20211006-204835-02.jpeg

20170911043333_img_1910-02-01 (1).jpeg