You are viewing a single comment's thread from:
RE: STEEMIT এ সঠিক ভাবে উপার্জন করার নিয়ম ও বিড বোটের বিস্তারিত সম্পর্কে আলোচনা
ধন্যবাদ । আপনার প্রশ্নের উত্তরঃ
১) আমি কি বাংলায় পোষ্ট করতে পারি Steemit এ?
হ্যা অবশ্যই পারবেন। আপনি দেখতেই পারছেন আমার পোস্টটা বাংলায় দেওয়া। এখন স্টিমিটে অনেক বাংলাদেশী ইউজার রয়েছে । আরো ভালো হবে আপনি আপনার পোষ্ট এর tag অপশন এ "bangla" "bangladesh" add করতে পারেন ।
২) আমি কি একটা কমেন্ট করতে পারি বারর বার অননের পোষ্ট ।
অন্যের পোস্টে কমেন্ট করতে পারবেন , কিন্তু মাত্রাতিরিক্ত কমেন্ট ঐ ব্যক্তি কে বিরক্ত করতে পারে। তাই কমেন্ট করার সময় খেয়াল রাখবেন যে আপনি যেই পোস্টে কমেন্ট করছেন কমেন্টটা ঐ বিষয়বস্তুর হতে হবে, সচারাচর ব্যবহৃত ছোট কমেন্ট যেমনঃ hi, hello , thank you, ok etc এসব ব্যবহার করা যাবে না।এগুলো কে কমিউনিটির ভাষায় spam বলে তাই spam করা থেকে বিরত থাকুন ।
৩) আছে অননের পোষ্টে ছোট কমেন্ট করে কি অসবিদা হবে।
২ নং প্রশ্নের উত্তরে দেওয়া আছে ।
ভাই আপনাকে অনেক ধ্যনবাদ। আপনি আমাকে এত সুন্দর করে বলার জন্য। মন থেকে ধ্যনবাদ আপনাকে।