সকালে ঠান্ডা হাওয়া শীতের আহ্বান জানিয়ে দিচ্ছে।
আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
আজকের দিন টা অন্য দিনের চেয়ে একটু বেশি উজ্জ্বল লাগছে, পূর্ব দিক থেকে সূর্য উঠে পুরো পরিবেশটাকে আলোকিত করে তুলেছে। সকাল ভোরে আমার ঘুম ভেঙে যায়। বাসায় কিছু মেহমান এসেছিলেন তাই মূলত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। জানার পাশে এসে কিছুক্ষণ বসে রইলাম এবং বাহিরে তাকিয়ে উজ্জ্বল এই দৃশ্য উপভোগ করছি। বাহিরে বেশ ভালোই বাতাস বয়ে বেড়াচ্ছে। গায়ে শীতের ঠান্ডা ছোঁয়া লেগে যাচ্ছে। মনে হচ্ছে শীত আসতে আর বেশি দিন হবে না, খুব শীঘ্রই শীতের ঠান্ডা গায়ে ছোঁয়া দিয়ে যাবে। যদিও বর্তমানে শেষ রাতে খুব ঠান্ডা লাগে, প্রতিবছরই সাধারণত নভেম্বর এবং ডিসেম্বরের দিকে শীতের আনাগোনা শুরু হয়।
For work I use:
ডিভাইস |
Redmi Note 13 Pro 5G |
ফটোগ্রাফার |
@sayedabdullah |
লোকেশন |
Dhaka, Bangladesh |
ছবি তোলা |
বাহিরে |
বেশ কিছুক্ষণ বসে রইলাম জানালার পাশে, এরপর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, ফোন টিপতে বসে পড়লাম। ধরতে গেলে আমি সারাদিন মোবাইল টিপি। কাজ থাকলেও ফোন টেপা হয় না থাকলেও টেপা হয়। বাসা মেহমানরা সকালে খাবার শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, ওনাদের বাড়ি মূলত যশোরে জেলার দিকে। তারা বাসে করে সেই উদ্দেশ্যে রওনা দিবেন। আমাদের এই প্রজন্মে সবাই যদি খুব সকালে ঘুম থেকে উঠে তারা তাদের দিনের একটা ছোট রুটিন তৈরি করে ফেলতে পারবে। কাল সকালে ঘুম থেকে ওঠার পরে আশেপাশের পরিবেশের দিকে তাকালে নিজের ভবিষ্যৎ নিয়েও অনেক চিন্তাভাবনা মাথায় চলে আসে। আমি জানিনা এটা সবার হয় কিনা তবে আমার ক্ষেত্রে অনেক বার হয়েছে।