মামুন ভাই বাংলাদেশ যাবে তার জন্য কিছু মার্কেট। প্রথম পর্ব।
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শেয়ার করবো আপনাদের মাঝে মামুন ভাই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে তার কিছু অংশ। অবশ্যই মামুন ভাই আজকের রাতে মালয়েশিয়া ছেড়ে বাংলাদেশে পৌঁছে যাবে। কিন্তু যেহেতু আমরা বাজার করতে গিয়ে ছিলাম কাল কে তাই প্রস্তুত নেওয়ার কথা বলেছি।
যাইহোক কালকের কথা থেকে শেয়ার করি। মামুন ভাই আজ কয়েক দিন ধরে বলছে বাড়ি যাবে। এবং আমি একটি পোস্টে বলেছিলাম তার হাতের সমস্যা। যদি আপনারা সেই পোস্ট পড়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন। আজ কয়েক দিন ধরে টিকিট কাটার জন্য চেষ্টা করছে কিন্তু টিকিট পাচ্ছে না। এখান থেকে কিছু দিন আগে টিকিট অল্প টাকা ছিলো । কিন্তু সেই সময় আমাদের বেতন পাই নাই। তাই মামুন ভাই সেই সময় টিকিট কাটতে পারে নাই।
বেতন হওয়ার সাথে সাথে টিকিট কাটার জন্য যোগাযোগ করছে। কিন্তু সেই সময় যে টাকা বলছিল তার ছাড়া তিন গুণ বেশি বললে ভুল হবে না এখন। আগে সিঙ্গেল টিকিট কাটলে বলেছিল ৩০০ রিংগিত লাগবে। কিন্তু বেতন পাওয়ার পরে সেই টিকিট 1700,1800 রিংগিত বলছে। তাই আজ কয়েক দিন ধরে একটু কম হয় কি না দেখছিল। কিন্তু ওদিকে বস কে জানানো হয়েছে সে অসুস্থ। এদিকে দেরিও করতে পারছে না।
তাই বাধ্য হয়ে একটি জায়গায় বাংলাদেশে কথা বলে টিকিট কাটার ব্যবস্থা হয়ে যায় কালকে হঠাৎ করে। বাধ্য হয়ে বলতে টিকিটের দাম বেড়েছে। তাই কম কম করতেই হঠাৎ করে একটি জায়গায় হয়ে যায়। তাই গতকাল হঠাৎ সিদ্ধান্ত নিয়েছে মার্কেটে যাবে। বাড়ির জন্য কিছু জিনিস নেওয়ার জন্য। কিছু নেওয়ার ইচ্ছা না থাকলেও বাংলাদেশে যাবে। একে বারে খালি হাতে কি ভাবে যায় তাই আমরা সবাই গুছিয়ে মার্কেটে চলে যায়।
অবশ্যই মার্কেট করার জন্য পর্যাপ্ত পরিমান তার কাছে টাকা ছিলো না, আমার কাছে কিছু টাকা ছিলো এবং আরেকটি ভাই ছিলো তার কাছ থেকে কিছু টাকা নিয়ে যায়। এবং আমাদের সাথে একটি বড় ভাই আছে সে কিছু জিনিস বাংলাদেশে পাঠিয়ে দেবে বলে । সেও মার্কেটে কেনাকাটা করার জন্য আমাদের সাথে যাই।
আমরা রুম থেকে গুছিয়ে কিছুটা দূরে চলে যায় গিয়ে আমরা গাড়ি নিয়ে মার্কেটে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। এবং তার মধ্যে আবার জানতে পারি টিকিট ক্যানসেল হয়ে গিয়েছে। তাই কিছু সময় সেখানে দাঁড়িয়ে সেই বিষয় নিয়ে মামুন ভাই কথা বলছিল। আবার টিকিট কনফার্ম হলে আমরা মার্কেটের জন্য চলে যাই। গাড়িতে উঠে অনেক কথা বলতে বলতে আমরা সেখানে চলে যাই।
যাহোক বন্ধুরা কি ভাবে মার্কেট করেছিলাম এবং কি ভাবে দিন কাটিয়ে ছিলাম সব কিছু শেয়ার করব। আসলে আজকে মামুন ভাইকে রেখে এসেছি তাই অনেকটা দেরী হয়ে গিয়েছে পোস্ট শেয়ার করতে। আজ দুই দিন আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। যাই হোক পরবর্তী পোস্টে আপনাদের মাঝে সুন্দর করে শেয়ার করব কি ভাবে কেনাকাটা এবং মামুন ভাই কে রেখে এসেছিলাম সবাই ভালো থাকবেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশ কয়েকদিন আগে আমি,আপনার একটি পোস্টে পড়েছিলাম মামুন ভাইয়ের কথা। সঠিক আমার মনে নাই, হয়-তোবা মামুন ভাইয়ের হাতে সমস্যা ছিল। বিদেশের বাড়িতে ৪-৫ মাস থাকলে অনেক টাকা খরচ হয় এইজন্য মামুন ভাই দেশে চলে আসবে, এই বিষয় নিয়ে আপনি পোস্টে কথা বলেছিলেন। বিশ্বাস করেন বাইজিদ ভাই আপনার এই পোস্টটি পড়ে,একটা বিষয়ে আমি উপলব্ধি করতে পারলাম। পরিবারের জন্য আপনার কত ভালোবাসা, যদি আপনার পরিবারের কোন সদস্য-রা এই পোস্টটি পড়ে থাকে। তাহলে হয়তো-বা তারা বুঝতে পারবে। আপনার লুকানো কষ্ট বা ভালোবাসা তাদের প্রতি। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর বাইজিদ ভাই টিকেট টা-কিনে ফেলেন, যদি হাতে টাকা থাকে আপনার। দেশে আসেন ভাই, মনটাও ভালো হয়ে-যাবে ।