You are viewing a single comment's thread from:

RE: মামুন ভাই বাংলাদেশ যাবে তার জন্য কিছু মার্কেট। প্রথম পর্ব।

in Incredible India4 days ago (edited)

বেশ কয়েকদিন আগে আমি,আপনার একটি পোস্টে পড়েছিলাম মামুন ভাইয়ের কথা। সঠিক আমার মনে নাই, হয়-তোবা মামুন ভাইয়ের হাতে সমস্যা ছিল। বিদেশের বাড়িতে ৪-৫ মাস থাকলে অনেক টাকা খরচ হয় এইজন্য মামুন ভাই দেশে চলে আসবে, এই বিষয় নিয়ে আপনি পোস্টে কথা বলেছিলেন। বিশ্বাস করেন বাইজিদ ভাই আপনার এই পোস্টটি পড়ে,একটা বিষয়ে আমি উপলব্ধি করতে পারলাম। পরিবারের জন্য আপনার কত ভালোবাসা, যদি আপনার পরিবারের কোন সদস্য-রা এই পোস্টটি পড়ে থাকে। তাহলে হয়তো-বা তারা বুঝতে পারবে। আপনার লুকানো কষ্ট বা ভালোবাসা তাদের প্রতি। সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আর বাইজিদ ভাই টিকেট টা-কিনে ফেলেন, যদি হাতে টাকা থাকে আপনার। দেশে আসেন ভাই, মনটাও ভালো হয়ে-যাবে ।