অতিরিক্ত কারো প্রতি মায়া দেখালে কষ্ট পেতেই হবে।

in Incredible India11 days ago

মায়া, এই মায়া জিনিসটা কতই না অদ্ভুত। যে কোনো একটি অজানা মানুষের প্রতি আমরা মায়ায় পড়ে যায়। মায়ায় পড়ে কতটা মানুষ সুখে আছে। আবার এই মায়ায় পড়ে কতটা মানুষ দুঃখে দুঃখে কেঁদে বেড়াচ্ছে। কেউ যদি জানতে পারে তার জন্য কোন একটি মানুষ দুর্বল হয়ে আছে। অনেক মানুষ সেই দুর্বল মানুষ টিকে সঙ্গী দিয়ে থাকে। আবার অনেক মানুষ এই দুর্বল মানুষ টিকে কষ্ট দিয়ে চলে যায়।

1000049480.jpg

মায়া জিনিসটা বড়ই অদ্ভুত মায়া সবার প্রতি আসে না, আবার যার প্রতি মায়া আসে তাকে ছাড়া থাকতেও পারা যায় না। কিন্তু এই মায়া কেনো মানুষ কে এতটা কাঁদিয়ে চলে যায়। কারোর প্রতি মায়ায় পড়া কারোর প্রতি দুর্বল হওয়া এটা কি অপরাধ। আমার তো মনে হয় না কারোর প্রতি দুর্বল হওয়া অপরাধ। কিন্তু অতিরিক্ত দুর্বল যে মানুষ কে কাঁদিয়ে যায় তার প্রমাণ আমি পেয়েছি।

আমিও কারোর প্রতি দুর্বল হয়ে ছিলাম আমিও কারোর প্রতি অতিরিক্ত মায়ায় জড়িয়ে গিয়ে ছিলাম। দুঃখের বিষয় সেই মানুষটা এই দুর্বল জায়গা শক্ত করে নিয়েছে। সে বুঝতে পেরেছে তার প্রতি আমি দুর্বল। তাইতো সে এতো বেশি কষ্ট দিয়ে চলে যেতে চায়। কথায় আছে যে চলে যেতে চাই তাকে ধরে রাখতে নেই। আমিও তাকে বলেছিলাম তুমি শুধু ভালো থেকো। আমি তাকে সব সময় দোয়া করে যাবো সে ভালো থাকুক।

1000049477.jpg

আসলে আজ কয়েক দিন ধরে মনটা অনেক খারাপ। নিজের শারীরিক ভাবে অনেকটা খারাপ আছি। তার পাশা পাশি যে দুয়ারে যাচ্ছি। সেই দুয়ার থেকে কষ্ট টাই বেশি অনুভব করতে পারছি। কারণ মানুষের প্রতি আমরা যখন দুর্বল হই । তখন তার মনে যা আসে সে তাই করে নিতে চায়। কিছু কিছু সময় ধৈর্যের সিমা পার হয়ে যায় তখন সহ্য করা অনেক কঠিন হয়ে যায়। তখনই মানুষের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যায়।

কথায় আছে এক তরফা কখনো ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে দুটি মানুষের মনের মিল থাকার অনেক প্রয়োজন আছে। একটি মানুষ দুর্বল আছে বলে অন্য মানুষটি তার সুযোগ নেবে এমনটা কেনো। তার প্রতি আসক্ত হয়ে বড় ধরনের অপরাধ আমার হয়নি। অপরাধ হয়েছিল অতিরিক্ত তার প্রতি আসক্ত হয়ে। তাইতো সে দিন শেষে কষ্ট টাই আমার জন্য উপহার দিয়ে গেলো।

1000049479.jpg

আসলে কষ্ট পেতে পেতে আর কষ্ট রাখার জায়গা আমার অবশ্যই নেই। তবুও খারাপ লাগে মানুষ কষ্ট দেওয়ার জন্য কি শুধু আমাকে খুঁজে পাই। যাইহোক কি আর করার মানুষ শুধু কষ্ট দিয়েই চলে যাচ্ছে আর আমি কষ্ট নিতেই আছি। মাঝে মাঝে মনে হয় কষ্ট পাওয়ার মেশিন হয়ে গিয়েছে আমি।😆 কারোর প্রতি অতিরিক্ত মায়া আপনারা কখনো দেখাবেন না। কারোর প্রতি অতিরিক্ত আসক্ত কখনো আপনারা হবেন না।

দিন শেষে দেখবেন সেই আপনা কে কষ্টটা বেশি দেবে। কারণ সে জানে আপনার কষ্টটা আপনি মনে রেখেও সবকিছু সহ্য করবেন। তাইতো সে আপনাকে কষ্টটা বেশি দিয়ে যাবে। খারাপটা তখন লাগে যখন যার প্রতি বিশ্বাস রেখেছিলাম সে দিয়েছে সুধু কষ্ট।খারাপটা তখন লাগে যখন যার প্রতি অতিরিক্ত মায়া দেখেছিলাম। সেই দিন শেষে সব চেয়ে বেশি কষ্টটা দিয়ে গেছে।

1000045708.png

1000046883.gif

ধন্যবাদ সবাইকে।

@baizid123

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 days ago 

@baizid123 আপনার লেখায় স্পষ্ট আপনার অন্তরের আঘাত!
তবে কি জানেন তো জীবনের চলার পথে এমন কোনো মানুষ নেই যিনি হয়তো মানসিক সংঘর্ষের সন্মুখীন কোনোদিন হয়নি!

পার্থক্য কেউ সহজে ভুলে যেতে পারে, আর কেউ সারাজীবন নিজের মনের অন্তরালে বয়ে বেড়ায় সেই আঘাত।

তবে, প্রথম দলের মানুষগুলো বেশি বুদ্ধি রাখে, কারণ জীবনের যে অধ্যায় গুলো পড়া শেষ, যেগুলো আমরা চাইলেও পরিবর্তন করতে অসমর্থ সেগুলো নিয়ে পড়ে না থেকে, একটা নতুন বই কিনে সেখানে কি লেখা সেটা পড়ার প্রয়াস করাই শ্রেয়।

তবে হ্যাঁ! পুরোনো বই থেকে যাকিছু শিক্ষা অর্জিত হয়েছে যেগুলোকে জীবনে পাথেয় করেই এগোনো উচিত।

আমরা মানুষ, মায়া আমাদের সহজাত, তবে সেটা একটা দুর্বলতাও বটে, তাই অনেক অনুভূতি আছে যেগুলো সহসা সকলকে জানাতে নেই, আমার নিজের অভিজ্ঞতা বলে, আমাদের দুর্বলতা নিয়ে কিছু মানুষ আত্মস্বার্থে কাজে লাগিয়ে ব্যবসা করে।

 9 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনি অনেক সুন্দর একটি কথা এখানে উল্লেখ করেছেন যেটা পড়ে আমি সত্যিই আনন্দিত এবং কিছু বুঝতে পেরেছি। একদমই তাই জীবনের অধ্যায় থেকে যে লেখাটি পড়েছি সেটি ভুলে গিয়ে নতুন কিছু করতে হবে। এবং পেছনের লেখা গুলো ভুলে গেলে হবে না। চেষ্টা করে যাচ্ছি নিজেকে পরিবর্তন করে সুন্দর করে সাজিয়ে যাওয়ার জন্য। তবে জানি না কিসের জন্য এই আঘাত বারবার চলে আসে। সুন্দর মন্তব্য আমি পেয়ে সত্যি আনন্দিত হয়েছি আপনার কাছ থেকে। শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।

 11 days ago 

এই মায়া জিনিসটা অদ্ভুত ভাই, ঠিক বলেছেন। তাই মনটারে কন্ট্রোল করা আমাদের সবার দরকার।

 9 days ago 

একদমই তাই ভাই মায়া জিনিসটা বড়ই অদ্ভুত যার ওপরে একবার মায়া এসে যায় তাকে ভুলে থাকা অনেক কঠিন হয়ে যায়। এবং দিন শেষে এই মানুষ গুলোই আমাদের সব চেয়ে বেশি কষ্ট দিয়ে চলে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য তবে আমি এখানে বলতে পারি আপনাকে। যদি কমেন্টের সংখ্যা আরো কিছু বৃদ্ধি করতেন তাহলে ভালো দেখাতো।

Loading...
 10 days ago 

যেকোনো মানুষই যে কারোর প্রতি অতিরিক্ত মায়া দেখালে তাকে কষ্ট পেতে হবে ।এটা একদম বাস্তব কথা। কারণ এইরকমটা আমার সাথে বহুবার হয়েছে। যাই হোক সেই দুর্বল জায়গা থেকে নিজেকে বের করে আনাটা খুব একটা সহজ নয়। আপনার সুন্দর পোস্টে পড়ে ভাল লাগল ।ভাল থাকবেন।

 9 days ago 

যেহেতু আপনার নিজের ব্যক্তিগত জীবনে অনেক বার আপনি আঘাত পেয়েছেন তাই আঘাতের কষ্টটা আপনি অনুভব করতে পারেন। আসলে যাদের প্রতি আমরা অতিরিক্ত মায়া এবং আসক্ত হয়ে পড়ি তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিতে চাই। আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমি আনন্দিত।

 10 days ago 

এই কথা টা তখনি বিশ্বাস করছি যখন আমার সাথে ঘটেছে ৷ আমিও একজনের মায়ায় পড়েছিলাম কয়েক বছর পরে সেই মায়া আর ধরে রাখতে পারি নাই সবকিছু এলোমেলো করে দিয়েছে মায়া নামক শব্দ টা ৷

এখনো সেই মায়া মাঝে মাঝে আমার মনের ভিতরে জেগে উঠে যেটা আমার চোখে জল এনে দেয় ৷

যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 9 days ago 

আমি আপনার কষ্টটা অনুভব করতে পারি আমিও কারোর প্রতি মায়ায় পড়েছিলাম যাইহোক মায়া জিনিসটা শুধু কাঁদিয়ে যাই এমনটা নয় অনেক মানুষ এই মায়ার বাঁধনে পড়ে সুখে আছে। এটা হয়তোবা আমাদের ভাগ্যে ছিলো বলে হয়েছে যাই হোক দুশ্চিন্তা করবেন না এটাই বলব। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে শুভকামনা রইল আপনার জন্য।