RE: অতিরিক্ত কারো প্রতি মায়া দেখালে কষ্ট পেতেই হবে।
@baizid123 আপনার লেখায় স্পষ্ট আপনার অন্তরের আঘাত!
তবে কি জানেন তো জীবনের চলার পথে এমন কোনো মানুষ নেই যিনি হয়তো মানসিক সংঘর্ষের সন্মুখীন কোনোদিন হয়নি!
পার্থক্য কেউ সহজে ভুলে যেতে পারে, আর কেউ সারাজীবন নিজের মনের অন্তরালে বয়ে বেড়ায় সেই আঘাত।
তবে, প্রথম দলের মানুষগুলো বেশি বুদ্ধি রাখে, কারণ জীবনের যে অধ্যায় গুলো পড়া শেষ, যেগুলো আমরা চাইলেও পরিবর্তন করতে অসমর্থ সেগুলো নিয়ে পড়ে না থেকে, একটা নতুন বই কিনে সেখানে কি লেখা সেটা পড়ার প্রয়াস করাই শ্রেয়।
তবে হ্যাঁ! পুরোনো বই থেকে যাকিছু শিক্ষা অর্জিত হয়েছে যেগুলোকে জীবনে পাথেয় করেই এগোনো উচিত।
আমরা মানুষ, মায়া আমাদের সহজাত, তবে সেটা একটা দুর্বলতাও বটে, তাই অনেক অনুভূতি আছে যেগুলো সহসা সকলকে জানাতে নেই, আমার নিজের অভিজ্ঞতা বলে, আমাদের দুর্বলতা নিয়ে কিছু মানুষ আত্মস্বার্থে কাজে লাগিয়ে ব্যবসা করে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আপনি অনেক সুন্দর একটি কথা এখানে উল্লেখ করেছেন যেটা পড়ে আমি সত্যিই আনন্দিত এবং কিছু বুঝতে পেরেছি। একদমই তাই জীবনের অধ্যায় থেকে যে লেখাটি পড়েছি সেটি ভুলে গিয়ে নতুন কিছু করতে হবে। এবং পেছনের লেখা গুলো ভুলে গেলে হবে না। চেষ্টা করে যাচ্ছি নিজেকে পরিবর্তন করে সুন্দর করে সাজিয়ে যাওয়ার জন্য। তবে জানি না কিসের জন্য এই আঘাত বারবার চলে আসে। সুন্দর মন্তব্য আমি পেয়ে সত্যি আনন্দিত হয়েছি আপনার কাছ থেকে। শুভকামনা রইল আপনার জন্য ভালো এবং সুস্থ থাকবেন।