You are viewing a single comment's thread from:
RE: লেখায় সঠিক শব্দ চয়নের প্রয়োজনীয়তা।(The significance of appropriate word selection in writing.)
আপনি বরাবরই এই কথাটি বলে থাকেন যে আমাদের ব্যবহার আমাদের পরিচয় বহন করে। সত্যিই তাই, একই শব্দকে বিভিন্নভাবে ব্যবহার করলে তার অর্থ ভিন্ন ভিন্ন হয়ে দাঁড়ায়। তাই শব্দচয়নের দিকে সতর্ক দৃষ্টি রাখা খুবই জরুরী। বাংলা সবাই লিখতে পারে কিন্তু লেখার মান উন্নয়নে কিভাবে শব্দ ব্যবহার করবে এটিতে অনেকেরই দক্ষতার ঘাটতি দেখা যায়। অনেকের ভাবনাটা এরকম লেখার দরকার তাই লিখে দিয়েছি। কিন্তু এতে লেখার সার্থকতা নষ্ট হয়।বাংলা ভাষাভাষীদের জন্য শব্দের ভান্ডার
রয়েছে। কথায় আছে কোন দেশের গালি তো কোন দেশের বুলি। কিন্তু এইসব এই শব্দগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে জানাই একজন সুলেখকের বৈশিষ্ট্য। আপনি আপনার বার্তাটি খুব সুন্দর ভাবেই আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। খুব ভালো লাগলো পড়ে।