You are viewing a single comment's thread from:
RE: Better Life With Steem || The Diary game || 09 June 2024 ||
ঠিক বলেছেন আপু সময়ের কাজ সময় না করতে পারলে অনেক কষ্ট হয়ে যায়।
আমি যদি তিন দিন অথবা চারদিন ছুটিতে থাকি আমার কাজগুলো জমে পাহাড় সমান হয়ে যায়
পরে একা একা করতে খুব কষ্ট হয়। আমারও সেইম সমস্যা আমি কোথাও গেলে প্রথমত ওইখানকার পানি খেলে ঠান্ডা লাগবেই যদি একদিন থাকে ওইখানে ভালো ঘুম হবে না।
সিলেটে এখন দিনে দুই থেকে তিনবার বৃষ্টি হচ্ছে তাই গরমটা একটু কমে গেছে। তার সাথে লোডশেডিং কমে গেছে।
মেয়েরা কোথাও ঘুরতে গেলে ফুচকা চটপটি খাবে না এটা কল্পনাই করা যায় না। ওটা তাদের খেতেই হবে।
ধন্যবাদ আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন
আপনাদের ওখানে এখন বৃষ্টি হচ্ছে খুব আফসোস হচ্ছে। আমাদের এখানে বৃষ্টি নেই এত পরিমানে গরম কি আর বলব লোডশেডিং এর কথা আর বলবো না। না হলে আবার আরও বেশি সমস্যা হতে পারে। আসলেই ঠিক বলেছেন মেয়েরা কোথাও ঘুরতে গেলে চটপটি ফুচকা ঝালমুড়ি আইসক্রিম এ গুলাই অনেক বেশি পছন্দ করে। অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।