RE: My weekly report (Moderator)|| 23/03/2023||
অনেক ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনা রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
দেখতে পেলাম গত সপ্তাহের সম্পূর্ণ তথ্য এই পোস্টের মধ্যেই। আমাদের সাথে ও অংশগ্রহণ করেছিলেন স্প্যানিশ ভাষায় এবং ইংরেজি ভাষার ব্যক্তি যাদের সাথে এডমিন মহোদয়ের কথা বলেছেন তবে তাদের নেটওয়ার্কের সমস্যার কারণে কথা চলে যাওয়া সম্ভব হয়নি।
প্রত্যেক হ্যাংআউটের রুবিনা আপু মামুন ভাই দিদি খুবই সুন্দর সুন্দর গান উপস্থাপন করে কবিতা সহ। কিন্তু ঐদিন সম্পা দিদিও গান গেয়েছেন, এমনকি মাইদুল ভাই। বেশ ভালো লাগলো।
যেহেতু টিউটোরিয়াল ক্লাস এখন লেভেল ওয়ান এবং লেবেল টু। দুটি ক্লাসের টাইম ভিন্ন করা হয়েছে এবং ক্লাস গুলো নিয়মিত চলছে।
নতুন মেম্বারদের ট্যাগ প্রদান করেছেন সঠিক গাইডলাইন অনুসরণ করেছে তারা। তাদের স্বাগতম জানাই আমাদের এই কমিউনিটির মেম্বার হিসেবে পদক পেয়েছে।
আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।