My weekly report (Moderator)|| 23/03/2023||

in Incredible Indialast year (edited)
20230323_235812_0000_120141.png

Edited by canva

Hello

Everyone,

আশা করছি আপনারা সকলে অনেক ভাল আছেন এবং প্রত্যেকের আজকের দিনটা অনেক ভালো কেটেছে।

আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার লেখা আরেকটি রিপোর্টে। কমিউনিটির মডারেটর হিসেবে কমিউনিটির প্রতি আমরা অর্থাৎ মডারেটররা কি কি দায়িত্ব পালন করছি, প্রতিদিন কমিউনিটির উন্নতির স্বার্থে আমরা কি কি কাজের দিকে খেয়াল রাখছি, সেই সমস্ত কিছুই আপনারা জানতে পারেন আমাদের লেখা এই রিপোর্টের মাধ্যমে। আমার সহকর্মী অন্য যে তিনজন মডারেটর আছেন, ইতিমধ্যে তারা নিজেদের রিপোর্ট আপনাদের সাথে শেয়ার করেছেন।

IMG-20220907-WA0007.jpg

আজকে মডারেটর হিসেবে আমি কি কি দায়িত্ব পালন করেছি, সেই সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার এই রিপোর্টের মাধ্যমে। আসুন তাহলে আপনাদের সাথে প্রথমেই শেয়ার করি গত সপ্তাহে আমাদের যৌথ উদ্যোগে করা বিভিন্ন কার্যাবলীর কথা, -

সকলের মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হ্যাংআউট:-

IMG_20230323_193005.jpg

গত সপ্তাহের বৃহস্পতিবারে আমাদের হ্যাংআউট অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মোটামুটি অনেকেই উপস্থিত ছিলেন, তবে গত সপ্তাহে আমাদের মধ্যে নতুন দুজন সদস্য উপস্থিত ছিলো। যদিও তারা অন্য দেশের মূলত তারা স্প্যানিশ ও ইংরেজি ভাষায় স্বচ্ছন্দবোধ করে। সেক্ষেত্রে আমাদের এডমিন দিদি তাদের সাথে ইংরেজিতে কথাবার্তা বলতে শুরু করলেও, নেটওয়ার্কের কারণে তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

তারা বেশ কিছুক্ষণ আমাদের হ্যাংআউটে উপস্থিত ছিলেন, যদিও তারা আমাদের কথা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তারা যে তাদের মূল্যবান সময় দিয়েছিলেন, সেটা আমাদের কাছে অনেকটাই ভালো লাগার।

গত সপ্তাহের হ্যাংআউটে আমাদের অ্যাডমিন ম্যাম উপস্থিত থাকার কারণে, অনেক বেশি আনন্দ হয়েছিল। @rubina203 দিদি ও @mamun123456 ভাই প্রত্যেকে সক্রিয় অংশগ্রহণ করেছিল তবে। এই সপ্তাহে আমাদের মডারেটর @mayedul ভাই অনেক অনুরোধ করার পরে দু লাইন গান গেয়েছিলেন এবং আমি নিজেও অংশগ্রহণ করেছিলাম।

IMG_20230323_193043.jpg

তবে @mahir4221ভাই অনেক সুন্দর গান করেন এবং আমাদের অনুরোধে তিনি দুটো গান করে শুনিয়েছিলেন। সবশেষে আমাদের এডমিন দিদি গান করেছিলেন। দিদির গানের গলা অনেক সুন্দর, এটা আমি আগে থেকেই জানতাম। এই কারণে তার গানটা আমরা অনেক বেশি উপভোগ করেছিলাম। মোট কথা বলতে গেলে সবাই মিলে একটা ভালো সময় কাটিয়েছিলাম।

IMG-20220907-WA0007.jpg

সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস:-

আপনাদেরকে আমি আগের রিপোর্টে জানিয়েছিলাম আমরা আমাদের টিউটোরিয়াল ক্লাসকে দুটি ভাগে বিভক্ত করেছি। একদমই যারা নতুন আমাদের কমিউনিটিতে যুক্ত হয়েছেন, তাদের জন্য আমরা লেভেল ওয়ানের ক্লাস রেখেছি এবং যারা একটু পুরনো, লেভেল ওয়ান যারা পাশ করেছেন, তাদের জন্য আমরা লেভেল টু এর ক্লাস।

Screenshot_2023-03-22-15-23-24-641_com.discord.jpg

সেই অনুযায়ী প্রতি বুধবার ভারতীয় সময় দুপুর তিনটে এবং বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটে নাগাদ আমাদের লেভেল ওয়ানের ক্লাস রাখা হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় এই সপ্তাহে লেভেল ওয়ানের ক্লাসে মডারেটরের সাথে মাত্র দুজন উপস্থিত হয়েছিলেন। বাকিরা কেউই ক্লাসে উপস্থিত ছিলেন না।

লেভেল ওয়ান ক্লাসে উপস্থিত থাকার জন্য অবশ্যই আমি @yoyopk ভাই এবং @shahin1 ভাইকে অনেক ধন্যবাদ জানাই। তাদের নিজেদের কিছু প্রশ্ন জানার ছিল আমরা সেটাকে ক্লিয়ার করেছিলাম।

ওই দিনে রাত সাড়ে আটটায় আমাদের লেভেল টু এর ক্লাস ছিল এবং আপনাদের জেনে ভালো লাগবে লেভেল টু এর ক্লাসে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। কিন্তু যত জন উপস্থিত থাকার কথা ছিল প্রত্যেকে কিন্তু জয়েন করেননি, আর যারা জয়েন করেছিলেন তাদের কারোরই তেমন কোনো প্রশ্ন ছিল না।

IMG_20230323_192903.jpg

কমিউনিটির দুইজন নতুন ইউজার @happy-mondal এবং @joyanta-tarafder তারা একদমই নতুন এবং বুঝতে না পারার কারণে ওই ক্লাসে জয়েন করে ফেলেছিলেন। যারা উপস্থিত ছিল তাদের কোনো প্রশ্ন ছিল না, তাই আমরা সকলে মিলে লেভেল ওয়ান অনুযায়ী কিছু কিছু বিষয় সম্পর্কে তথ্য দিলাম এবং তাদের প্রশ্ন গুলোর যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এরপর আমাদের লেভেল টু এর ক্লাস শেষ হলো।

IMG-20220907-WA0007.jpg

একক ভাবে করা কমিউনিটির বিভিন্ন কার্যাবলী:-

আপনারা সকলেই জানেন মডারেটর হিসেবে প্রতিদিনই আমাদের কমিউনিটিতে যে সকল ইউজাররা পোস্ট করেন, তাদের পোস্টগুলো আমরা নিয়মিত ভেরিফাই করি। তাদের কোন ভুল ত্রুটি থাকলে আমরা কমেন্টের মাধ্যমে তাদেরকে সেগুলো বলে থাকি এবং তাদেরকে আমরা ভয়েসে ডেকে ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করি। এই সপ্তাহেও তার অন্যথা হলো না।

IMG_20230323_220535.jpg

যেভাবে আমাদের অ্যাডমিন দিদি মডারেটরের টিমে সব ইউজারদের ভাগ করে দিয়েছেন, সেই অনুযায়ী এই সপ্তাহে আমি প্রত্যেকের পোস্ট ভেরিফাই করেছি। নতুন দুজন ইউজার @yoyopk ভাই ও @shahin1 ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর তারা বেশ ভালোভাবে কমিউনিটির নিয়ম মেনে কাজ করছেন, সেই জন্য আমি তাদেরকে মেম্বার ট্যাগ দিলাম।

কারণ এটা আপনারা সকলেই মানবেন যে কোনো একটা জায়গাতে কাজ করলে, যদি সেখানে মেম্বার হিসেবে যুক্ত হওয়া যায়, তাহলে একটা অন্য ধরনের ভালো লাগা কাজ করে। পাশাপাশি নিজের ভেতরে একটা দায়িত্ববোধ কাজ করে সেই কমিউনিটির প্রতি, কারণ এই মেম্বার ট্যাগটির সাথে সাথে তিনি আমাদের পরিবারের একজন হয়ে ওঠেন।

IMG-20220907-WA0007.jpg

IMG_20230323_222155.jpg

এছাড়াও আপনারা জানেন আমরা গত দু সপ্তাহ যাবৎ একটা নতুন প্রচেষ্টা চালালোর চেষ্টা করছি, যেখানে সমস্ত ইউজারদের এনগেজমেন্ট অনুযায়ী আমরা একটা সাপ্তাহিক রিপোর্ট বের করছি। আমার সমস্ত সহকর্মী মডারেটরদের সহায়তায় আমি রিপোর্টটি পোস্ট করি। যেখানে আমাদের কমিউনিটিতে ইউজারদের মধ্যে কারা সব থেকে বেশি একটিভ রয়েছেন, তাদের একটা তালিকা তৈরি করি।

IMG-20220907-WA0007.jpg

এই ভাবেই আমরা আমাদের কাজগুলোকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলেছি এবং আশা করছি আপনাদের সকলের সহযোগিতায়, ভবিষ্যতে আমরা আরো নতুন কোনো প্রচেষ্টা শুরু করতে পারব, কমিউনিটির উন্নতির স্বার্থে।

আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেকটি ইউজারকে অনেক ধন্যবাদ জানাই।ৎপাশাপাশি আমার সহকর্মীদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই, কমিউনিটির কাজে আমাকে সাহায্য করার জন্য।

সকলে ভালো থাকবেন এবং আমার রিপোর্টটি পড়ে আপনাদের কেমন লাগলো, সেটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ । শুভরাত্রি।

Sort:  
 last year 

অনেক ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনা রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

দেখতে পেলাম গত সপ্তাহের সম্পূর্ণ তথ্য এই পোস্টের মধ্যেই। আমাদের সাথে ও অংশগ্রহণ করেছিলেন স্প্যানিশ ভাষায় এবং ইংরেজি ভাষার ব্যক্তি যাদের সাথে এডমিন মহোদয়ের কথা বলেছেন তবে তাদের নেটওয়ার্কের সমস্যার কারণে কথা চলে যাওয়া সম্ভব হয়নি।

প্রত্যেক হ্যাংআউটের রুবিনা আপু মামুন ভাই দিদি খুবই সুন্দর সুন্দর গান উপস্থাপন করে কবিতা সহ। কিন্তু ঐদিন সম্পা দিদিও গান গেয়েছেন, এমনকি মাইদুল ভাই। বেশ ভালো লাগলো।

যেহেতু টিউটোরিয়াল ক্লাস এখন লেভেল ওয়ান এবং লেবেল টু। দুটি ক্লাসের টাইম ভিন্ন করা হয়েছে এবং ক্লাস গুলো নিয়মিত চলছে।

নতুন মেম্বারদের ট্যাগ প্রদান করেছেন সঠিক গাইডলাইন অনুসরণ করেছে তারা। তাদের স্বাগতম জানাই আমাদের এই কমিউনিটির মেম্বার হিসেবে পদক পেয়েছে।

আপনাকেও ধন্যবাদ সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

ধন্যবাদ দিদি অনেক তথ্যবহুল প্রতিবেদন সাবমিট করছেন । সব সময় আপনাদের উৎসাহ প্রদানের কারণেই নতুন ইউজাররা ভালো কাজ করতে আগ্রহী হয়।

 last year 

হুম দিদি আপনার রিপোর্ট টি খুবই ভালো লাগলো ৷ আপনাদের কাজ আপনারা অনেক দায়িত্বশীলতার সাথে করে যাচ্ছেন সেই সাথে এই রিপোর্ট টিতে অনেক ধরনের মুল্যবান মন্তব্য শেয়ার করেছেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি

 last year 

আপনার সাপ্তাহিক রিপোর্টটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি মডারেটর হিসেবে কি কি কাজ করেছেন সবকিছুই আমাদের মাঝে তুলে ধরেছেন। সাপ্তাহিক হ্যাংআউটে আমরা অনেক মজা করি। ওই সময়টা আমার অনেক ভালো লাগে।

এরপর টিউটোরিয়াল ক্লাসে আমরা অনেক কিছু শিখতে পারি। আপনি আপনার রিপোর্টে এই সব কিছু নিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Loading...
 last year 

আপনার সাপ্তাহিক প্রতিবেদনটা পরিবেশ ভালো লাগলো। সেইসাথে আরো বেশি ভালো লাগলো। আপনি আপনার গরুর গুরুত্বপূর্ণ, এবং মূল্যবান পোস্টে। আমার নাম মেনশন করেছেন। এটা দেখে অনেক বেশি খুশি হয়েছে।

একজন মডারেটর হিসেবে সপ্তাহে যে কাজগুলো আপনারা করে থাকেন কমিউনিটিতে। সে কাজগুলো আমাদের সাথে তুলে ধরেছেন। এবং টিউটোরিয়াল ক্লাসের স্ক্রিনশট শেয়ার করেছেন।যেটা দেখে খুবই ভালো লাগলো।

অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝেও, আমাদের সাথে মূল্যবান একটি রিপোর্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন।