You are viewing a single comment's thread from:
RE: সহজ পদ্ধতিতে দারুণ একটি রন্ধন প্রণালী মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট।
প্রথমেই বলব আপনার রেসিপি টা দেখতে ভীষণ লোভনীয় হয়েছে,,। মুড়িঘন্ট সত্যি কথা বলতে আমি খাবারটা আগে খেতে ভীষণ ভয় পেতাম,, ভাবতাম ভাতের সাথে মাখিয়ে মুখে দিলেই গলায় কাটা বেঁধে যাবে।। সে ভয় কতদিন রান্না করার পরেও খাইনি,,
তবে আমার শাশুড়ি মা একদিন আমাকে খাইয়ে বলল এইভাবে খেতে হয় এবং তার হাতের এই মুড়িঘন্টার রেসিপিটাও ভীষণ মজাদার হয়,, আর তারপর থেকেই আমি মাঝেমধ্যে একদম আপনার স্টাইলে রেসিপিটা তৈরি করি,,,।
মাঝেমধ্যেই খুব মজাদার রেসিপি শেয়ার করেন এটা আমাদের জন্য খুবই ভালো তবে, আপনার ওয়াইফের জন্য আরো ভালোভাবে ভবিষ্যতে,,, তার খুব একটা কষ্ট করতে হবে না,,, 😁খুবই ভালো লেগেছে এবং পরবর্তী রেসিপি অপেক্ষায় রইলাম।।
মাগো মা আমি শুনছি বিদেশ থেকে যারা দেশে যাই এয়ারপোর্টে থেকে নাকি ভুলে যাই রান্না করার সমস্ত উপকরণ। তবে আপনি ঠিক বলছেন ওয়াইফকে অবশ্যই সহযোগিতা করতে পারব এটা আমারও ইচ্ছা আছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ে খুব সুন্দর একটি মন্তব্য করার জন্য ভালো থাকবেন।