সত্যি কথা বলতে আমি আগে কখনো রান্না করিনি এবং খাইও নি, তবে আপনার লেখা পড়ে এবং রেসিপি টা এর ধরন দেখে আমার ভিতরে কিছুটা আগ্রহ জাগছে এই। রান্নাটা তৈরি করার জন্য।
রইল বাকি খাবারটার পোস্টি গুনাগুন, আপনি কিন্তু বেশ কয়েকটা রোগের কথা বলেছেন এবং আমার মনে হয় এই খাবারটা খেলে অবশ্যই এরকম ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যাবে।।।