ভাই বিটকয়েনের কথা আর কি বলবো শুধু চোখে দেখেই শান্তি আমরা শুধু দেখেই যাব কিন্তু কিছুই করতে পারবো না সৌখিন কাপড়ের মত এগুলো শুধু আলমারিতেই মানাই।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিটকয়েন সম্পর্কে খুব ভালো একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন এবং নতুন নতুন কয়েনের এনালাইসিস আমাদের কাছে উপস্থাপনা করবেন আশা করি যাতে করে আমরা হলেও শিখতে পারবো।
ঠিকই বলেছেন ভাই, কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেখেই শান্তি অনুভব করতে হয়।। যেমন আপনি বললেন সৌখিন কাপড়ের মত।। শান্তি পেলেই হল ভাই সেটা নিয়ে হোক বা দেখে।। ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য ভালো থাকবেন।।
ভাই এগুলো শুধু আমরা দেখেই যাব এগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে তাহলে এখানে তো সৌখিন কাপড় ছাড়া আমি আর কিছুই খুঁজে পাচ্ছি না যাইহোক আমার কমেন্টে পড়ে সুন্দর রিপ্লাই দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।