BTC আর কত পাম্প করবে?
বর্তমানে বিটিসির প্রাইজ চলছে ৯৮ হাজারের আশেপাশে। প্রতিদিনই বিটিসি তার অলটাইম হাই ক্রিয়েট করছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখেছেন USA প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প আসার পর থেকেই crypto মার্কেটে যেন সুখবর এসে গেছে। যখন থেকে ডোনাল্ড ট্রাম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে তখন থেকেই বিটিসি শুধু বাড়তেই চলছে কিন্তু আর কতদূর যাবে এই বিটিসি।
গুগল থেকে স্ক্রিনশট নেওয়া |
---|
Crypto মার্কেটে কখনো একটা কয়েন শুধু উপরের দিকেই ধাবিত হয় না কারেকশন ১০০% আসবেই। বিটিসি বেশ কিছুদিন হয় শুধু উপরের দিকেই যাচ্ছে কিন্তু একটা কারেকশন খুবই দরকার আর সেটা হবেই। আর এই কারেকশন নেওয়ার পর বিটিসি আবারও পাম্প শুরু করবে। আপনারা সকলেই একটা জিনিস জানেন crypto মার্কেটে ১০০% বলতে কোন কিছু হয় না। বিটিসি বর্তমান সময়ে এক লাখ এর আশেপাশে ঘোরাফেরা করছে এখান থেকে একটা কারেকশন আসা খুবই জরুরী।
pexels |
---|
আর হ্যাঁ এই crypto মার্কেটে হাজারো মানুষ ইনভেস্ট করেছে তার মধ্যে থেকে আমাদের মত ছোটখাটো মানুষগুলো অলস কয়েনের দিকে বেশি ফোকাস করেছে। কিন্তু বিটিসি পাম্প করলেও অলস কয়েনের মধ্যে এখনো পাম্প শুরু হয়নি। আমরা যারা কয়েন buy করেছি তাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে আসলেই কি অলস কয়েন পাম্প করবে?
pexels |
---|
পৃথিবীতে যত জিনিসই আছে না কেন সবকিছুই তার নিয়ম মত চলে থাকে ঠিক তেমনি crypto মার্কেট ও তার নিয়ম মতই চলছে। প্রতি বুল রানে দেখা যায় btc সবার আগে পাম করে তারপরে ETH তারপরেই শুরু হয় অলস কয়েন আর এ বছরে ঠিক এমনই হবে। এখনোও অলস কয়েনের রেলি শুরু হয়নি তাই অলস কয়েন গুলো এখনো নিচের দিকে আছে আগামী তিন থেকে চার মাসের মধ্যে অলস কয়েনের মধ্যে আমরা অনেক বড় হাইভ দেখতে পারবো।
এখানে প্রশ্ন হচ্ছে আমরা যে অলস কয়েন কিনেছি এগুলো আদৌ কি সঠিক জায়গায় সেল করতে পারবো? যারা নতুন আছে তাদের জন্য সঠিক সময় একটা কয়েন সেল করা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। একটা কয়েন যখন পাম শুরু করে তখন আমরা মনে করি এই কয়েকটা আরও পাম করবে আরো পাম করবে কিন্তু না একটা সময় পর আবারো হঠাৎ করে ড্রামে চলে আসে আর এই কয়েন পাম্প করে না। আর ওই সময়ে আমরা আমাদের অর্থ হারিয়ে ফেলি যখন দেখি কয়েন আর পাম্প করছে না তখনই সেটা সেল করে দেয়। আর এভাবে হাজারো মানুষ অনলাইনে এসে নিজের অর্থ হারিয়ে ফেলছে।
আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু অলস কয়েন buy করেছি তার মধ্য থেকে কিছু কয়েন ভালো পাম্প করছে। আর বেশিরভাগ কয়েন এখনো নিচের দিকে রয়ে গেছে। আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই এই কয়েনগুলো আমাকে ভালো একটা বেনিফিট দেবে।
ভাই বিটকয়েনের কথা আর কি বলবো শুধু চোখে দেখেই শান্তি আমরা শুধু দেখেই যাব কিন্তু কিছুই করতে পারবো না সৌখিন কাপড়ের মত এগুলো শুধু আলমারিতেই মানাই।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বিটকয়েন সম্পর্কে খুব ভালো একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন এবং নতুন নতুন কয়েনের এনালাইসিস আমাদের কাছে উপস্থাপনা করবেন আশা করি যাতে করে আমরা হলেও শিখতে পারবো।
ঠিকই বলেছেন ভাই, কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেখেই শান্তি অনুভব করতে হয়।। যেমন আপনি বললেন সৌখিন কাপড়ের মত।। শান্তি পেলেই হল ভাই সেটা নিয়ে হোক বা দেখে।। ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য ভালো থাকবেন।।
ভাই এগুলো শুধু আমরা দেখেই যাব এগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে তাহলে এখানে তো সৌখিন কাপড় ছাড়া আমি আর কিছুই খুঁজে পাচ্ছি না যাইহোক আমার কমেন্টে পড়ে সুন্দর রিপ্লাই দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।