You are viewing a single comment's thread from:

RE: ৫২ ফুট উঁচু কালি মায়ের দর্শন

in Incredible India2 months ago

বাঙ্গালীদের বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে। আমাদের বড় উৎসব দুর্গা পুজো হলেও। কালীপুজোর মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। বেশ কয়েক বছর ধরেই সন্ধ্যা মাঠ পাড়ায় এত বড় কালী প্রতিমা তৈরি হচ্ছে ।এই প্রতিমা টিকে দেখার জন্য বহু মানুষের ভিড় জমে। তবে আমি এতদিন ধরে কানে শুনে এসেছি ।কিন্তু কোনদিন চোখে দেখিনি। এ বছরে প্রথমবার আমি আমার বরের সাথে গিয়ে তোমাদের সন্ধ্যা মাঠ পাড়ার বড়মাকে দর্শন করেছি। দেখে সত্যিই খুব আশ্চর্যজনক লাগছিল। আমার বর ও এই প্রথমবার দেখলো। তবে শুনেছি ওখানে নাকি খুব ভিড় হয়। এ বছরে আমি যখন দেখতে গিয়েছিলাম তখন ভোর সাড়ে তিনটে মত বাজে। তখন খুব একটা ভিড় ছিল না। দেখলাম অনেক বড় বেশ মেলা বসেছে, যেহেতু ভোরবেলায় তাই সমস্ত দোকান বন্ধ ছিল। আমিও এ বছরে বেশ অনেক প্রতিমাই দর্শন করেছি। তবে কৃষ্ণনগরে রানী মাও বেশ বিখ্যাত। এই মাকে আবার সকলে এক ডাকেই চেনে। এ বছরে রাণী মা কেও অনেকদিন পর দর্শন করেছি। তোমার পোস্ট পড়ে বেশ ভালো লাগলো।

Sort:  
 2 months ago 

তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।