বাহ একা একা বেশ অনেক ঠাকুর দেখতে বেরিয়েছিলে। তুমি যে ঠাকুর গুলো দেখেছো সেই ঠাকুর গুলো আমিও দেখতে বেরিয়েছিলাম। এ বছরের প্রথম বার আমি এত ঠাকুর দেখেছি। তবে আমরা যখন বেরিয়েছিলাম তখন রাস্তা প্রায় ফাঁকাই ছিল তাই আমাদের অসুবিধা হয়নি। সকাল সকাল বেরোলে সত্যিই রাস্তায় এত জ্যাম ঠাকুর দেখার উপায় থাকে না। ওখানকার প্যান্ডেল গুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল। তবে কালীপুজোর দিন রাতের বেলায় প্রচন্ড গরম পড়ছিল। কিন্তু পরের দিনকে আবার ঠান্ডা ঠান্ডা লাগছিল। এই করে হয়তো তোমার সর্দি কাশি হয়েছে। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ।