You are viewing a single comment's thread from:

RE: জিঘাংসার বসে কাউকে অপমান, নিজের দুর্বল মানসিকতার লক্ষণ।

in Incredible India11 months ago (edited)

আপনার সবথেকে যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে স্বচ্ছতার প্রশ্নে নির্দিধায় জবাবদিহিতার জন্যে নিজেকে প্রপ্সতুত রাখা। নিজে যখন স্বচ্ছ থাকা যায় তখন কনফিডেন্স লেভেল অনেক উপরে ঊঠে যায়, আর এ থেকেই যে কোন নৈতিক প্রশ্নের উত্তর দিতে আলাদা প্রিপারেশন নিয়ে আসা লাগে না। এরকম একজন মানুষকে দেখে অন্য জন হিংসা করবে এটাই স্বাভাবিক। আপনাকে দেখেও অনেক মানুষের এই হিংসা হয়, এবং তারা আপনার দোষ খুজে বেড়ায়। আদৌও যেটা বড় কোন ইস্যু নয় সেটাকেই ইস্যু হিসেবে দার করানোর চেষ্টা করে, কিন্তু তারা নিজেরাও জানে যে এই ইস্যু দিয়ে আপনাকে ঘায়েল করা সম্ভব না কারণ আপনি নীতির পথে অবিচল, সততার পথে নির্ভীক।

এইসব মানুষ আপনার সামনে আসলে ঊড়ে যাবে তাই তো পেছন থেকে নিন্দা করাতেই তারা আনন্দ খুজে পায়।

অবশ্যই ঈর্ষার বশে কাউকে অযথা অপমান করা আমি একদম সহ্য করবো না।

ব্যক্তি যতই ক্ষমতা বান হোক না কেন সত্যের পথে থাকলে সত্যের ই জয় হবে।আপনি থেমে না গিয়ে সত্যকে আকড়ে ধরে চলতে থাকুন। এক সময় দেখবেন সেই ক্ষমতাবান আপনার ফ্যান হয়ে যাবে।