তোর পোস্টটা পড়ে বেশ ভালো লাগলো।। কালীপুজো মানেই তো ফেস্টিভেল অফ লাইট। তাই এই সময় সমস্ত বাড়িতে আমরা আলোতে সাজিয়ে তোলার চেষ্টা করি। আর ছাদ থেকে দেখলে সত্যিই চারিদিকটা অসাধারণ লাগে। আমাদের বাড়ির বাচ্চাটি তো খুবই আনন্দ পেয়েছিল যখন বাড়িতে লাইট লাগানো হয়েছিল। আমাদের পাশের বাড়িতে সবার প্রথমে লাইট লাগিয়েছিল। সেটা দেখে তার সেকি এক্সাইটমেন্ট। আমাকে, দাদাকে, বৌদিকে.... সবাইকে ডেকে ডেকে সেখানে নিয়ে গিয়ে দেখাচ্ছিল...."দেখো কি সুন্দর লাইট। আমাদের বাড়িতেও লাগাবার।"
শেষমেশ সোনার আবদারে কালীপুজো আসার অনেক আগেই বাড়িতে লাইট লাগানো হয়।
পুজোতে তোরা অনেক বাজি ফাটিয়েছিস। তবে আমি বাজিতে ভীষণ ভয় পাই তাই কোন বছরই বিশেষ বাজি ফাটানো হয় না। যদিও বাড়িতে অনেক বাজে কিনে আনা হয়। দাদা বৌদি, সবাই ফাটায়। এই বছর তার সাথে যুক্ত হয়েছে আমার ভাইপো। তাকে ছোট ছোট এক ধরনের বোম কিনে দেওয়া হয়েছে যেগুলো মেঝের উপর ফেললে ফাটে। সারাদিন ধরে উনি ওই বোমগুলো ফাটিয়েছেন। ওর মজা দেখেই আমি বাজি ফাটানোর মজা পেয়ে গেছি।
আর তোর সঙ্গে ঈশানকে নিয়ে গিয়ে ভালোই করেছিস। ছোট মানুষ, বাড়িতে থেকেই বা কি করত। তোর সাথে বেরিয়ে তাও অনেক ঠাকুর দেখে এসেছে। আর কাকুর মত আমারও ভিড়ে খুব সমস্যা হয়। তাও এই বয়সে হাল ছাড়লে কি চলে। তাই নিজেকে বিভিন্ন পরিস্থিতি সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য ভিড়ের মধ্যেও বেরিয়ে পড়ি।
তোর ব্লগটা খুব ভালো লাগলো। পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করে থাকব।