RE: ৫২ ফুট উঁচু কালি মায়ের দর্শন
কৃষ্ণনগরের পূজোর দৃশ্য এবং বিস্তারিত পরিদর্শনের অপেক্ষায় রইলাম। তবে আপনি বায়ান্ন ফুট উচ্চতার মায়ের যে দৃশ্য উপস্থাপন করেছেন সেইটা আমার কাছে একদমই অজানা ছিল। মায়ের এইরকম প্রতিমার বিষয় জানতে পেরে ভালোই লাগছে।
তাই কৃষ্ণনগরের এক প্রান্তে হওয়া এই পুজো দেখতে প্রচুর মানুষ জড়ো হয়।
ব্যতিক্রম যেখানে সেখানে মানুষের আকর্ষণ থাকবে এটাই বাস্তব। তবে শত শত বছরের ঐতিহ্য এটা এবং যাঁরা এখনো এই পূজো উদযাপনের ঐতিহ্য ধরে রেখেছে মন থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি, মায়ের চরণে শতকোটি প্রণাম। 🙏
মেলা মানে হরেক রকম আইটেমের দোকান, খাবারের দোকান আর তার সাথে বিভিন্ন নাগরদোলা তো রয়েছেই।
পূজোর আনন্দ দিগুন বৃদ্ধি পায় যখন সেখানে থাকে মেলার আয়োজন। পাশাপাশি, নাগরদোলা যেন মেলাকে আরো বেশি জাঁকজমকপূর্ণ করে তোলে। হাঁসি পাচ্ছে, নাগরদোলার কথা মনে পড়তেই। প্রথম যখন আমি নাগরদোলায় উঠেছিলাম এবং কিছুক্ষণ বাদেই ভয়ে আমার হাল বেহাল হয়েছিল।
শেষের লাইন পড়ে আমারও হাসি পেল🤣। অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।