বাড়িতে তোমাদের কতগুলো আলমারি আছে? না মানে এই জন্য জিজ্ঞাসা করছি যে হারে তুমি কেনাকাটা করো, সেগুলো রাখার জায়গা তো চাই তাই আর কি!
বাড়িতে তোমাদের কতগুলো আলমারি আছে? না মানে এই জন্য জিজ্ঞাসা করছি যে হারে তুমি কেনাকাটা করো, সেগুলো রাখার জায়গা তো চাই তাই আর কি!
@pulook স্যার জায়গা নেই একদমই। তাই জন্যই মা বকা দেয় যে আর কতো কেনাকাটা করবি। তাও এখনো কেনাকাটা হচ্ছে। ভালো থাকবেন।