নিউমার্কেটে আরেকটা দিন

in Incredible India2 years ago

IMG_20220926_231020.jpg

আমার ভাই ঈশান ও দীপা কাকির সাথে আমি

প্রিয়,
পাঠকগণ,

আশাকরি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আজকের দিনটা নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছেন

আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আবার আমার পুজোর শপিং করতে নিউমার্কেটে যাওয়া কথা। আগে আমি আর আমার বান্ধবী সোমা গিয়েছিলাম সেই কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আশাকরি আপনাদের সেকথা মনে আছে। আজকে অবশ্য আমি আর আমার কাকিমা ও ভাইয়ের সাথে গিয়েছিলাম।

আমি শুরুর দিকে যখন আমার বিভিন্ন ভালোবাসার সম্পর্কের কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন ইমনের কথা ও বলেছিলাম,আর আজকে যাদের সাথে গিয়েছিলাম তারা হলো ইমনের বড়ো দাদা এবং মা। ইমনের বড়ো দাদার নাম হলো ইশান এবং মায়ের নাম দীপা। এদের আমি ভাই এবং কাকি বলে ডাকি।

আজকে আমি ভাই আর কাকি প্রথমে গিয়েছিলাম বিধাননগরে জুতো কিনতে। সেখান থেকে গেলাম নিউমার্কেট। কারন ভাই জামা প্যান্ট কিনবে। প্রথমে হাবড়া থেকে ট্রেনে করে গেলাম বিধাননগর। ওখানে গিয়ে জুতো কিনে তারপর নিউমার্কেট আসলাম। দুরে কোথাও ঘুরতে যেতে হলেই কাকি আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আমাকে কাকি খুবই স্নেহ করে।

IMG_20220926_231100.jpg

জুতোর দোকান,ভাই জুতো কিনব বলে

কাকি যখন আমার পছন্দের কিছু রান্না করে আমাকে ফোন করে বলে আয় খেয়ে যা। কাকিকে আমি মায়ের পরেই রাখি এবং ততটাই ভালোবাসি,সম্মান করি। কাকিকে সব রকম কথা আমি শেয়ার করি এবং কোনো কাজ সঠিক বা ভুল হবে করলে কাকিকেই আগে জিজ্ঞাসা করি। কাকি আর কাকা আমার কাছে আমার দ্বিতীয় অভিভাবক।

IMG_20220926_231222.jpg

বিখ্যাত ছোলে ভাটুরে

আজকে কাকি আবার আমাকে পুজোর জন্য একটা জামা কিনে দিলো। একসাথে তিনজনে মিলে ছোলে ভাটুরে খেলাম। সাথে আরও অনেক কিছুই খাওয়া দাওয়া হল।

আমার বড়ো ভাই ঈশান একটু চুপচাপ, ও বরাবরই একটু কথা কম বলে। সে আবার ছবি তুলতেও পছন্দ করে না। অনেক কষ্টে বলে বলে দুটো ছবি তুলিয়েছি। কিন্তু ভাই খুবই ভালো এবং খুব ভালোবাসে আমাকে। অনেক কথাও শেয়ার করে আমার সাথে। অনেক দিন ভাই এর সাথে কোথাও যাওয়া হয় না এই সুযোগে আমাদের ঘোরা হয়ে গেলো।

IMG_20220926_231044.jpg

মেট্রোতে আমরা তিনজন

খুবই ভালো কাটলো আজকের দিনেটা। অনেক ঘুরলাম অনেক কিছুই কিনলাম এবং অনেক মজা করলাম।ভাইয়ের পড়াশোনা এবং কাকির সংসারের ব্যাস্ততার কারনে সহজে সময় হয় না, কিন্তু আজ একটু সুন্দর সময় কাটালাম আমরা সকলে।

মাঝে মাঝে আপনজনদের সাথে এইরকম একটু ভালো সময় কাটানো সত্যিই ভীষন দরকার। আপনারাও ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় অবশ্যই নিজের মানুষের সাথে কাটাবেন,তাতে আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে।

IMG_20220926_231239.jpg

বাড়ি ফেরার পথে

আপনাদের আমার এই নিউমার্কেট যাওয়া কথা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। শুভ রাত্রি।

Sort:  
Loading...
 2 years ago 

তোমার লেখার মধ্যে দুটো জিনিস পাই, সেটা হলো সম্পার লেখার সাথে মিল, শব্দের দিক থেকে ভাবলে, আর সেই একই রকমের লেখা ঘুরতে যাবার নয়তো বন্ধুদের নিয়ে লেখা, তোমার গুণের কথা যা শুনেছিলাম, তার কিছুই লেখায় পাচ্ছি না। আলাদা আলাদা বিষয় লেখার চেস্টা করো।

 2 years ago 

বাড়িতে তোমাদের কতগুলো আলমারি আছে? না মানে এই জন্য জিজ্ঞাসা করছি যে হারে তুমি কেনাকাটা করো, সেগুলো রাখার জায়গা তো চাই তাই আর কি!

 2 years ago 

@pulook স্যার জায়গা নেই একদমই। তাই জন্যই মা বকা দেয় যে আর কতো কেনাকাটা করবি। তাও এখনো কেনাকাটা হচ্ছে। ভালো থাকবেন।

 2 years ago 

তুমি বোধ হয় ঘুরতে ভীষণ ভালোবাসো, দায়িত্বের চাপ পড়লে সব বন্ধ হয়ে যায় জীবনে। তখন এই দিনগুলোই মনে থেকে যায়।

 2 years ago 

@baishakhi88 দিদি ঘুরতে ভালোবাসি কিন্তু কাল একটু অন্য কাজ ছিল তাই ব্যস্ত ছিলাম।